হাতির ছানা

অলংকরণ: শিখা

আমার একটা ছোট্ট হাতির
ছানা আছে।
তার সামনে হঠাৎ যাইতে
মানা আছে।

হাতির ছানার আমার প্রতি
প্রীতি আছে।
কিন্তু যে তার খুব দুর্বল
স্মৃতি আছে।

পুকুরপাড়ে হাতি কেবল
ঝিমায় একা
তুমি আমার বাড়িতে তার
পাবে দেখা।

হাতির ছানার কিছুই মনে
থাকে না।
খিদে পেলেও তাই আমাকে
ডাকে না।

হাতির ছানা কিছুই মনে
রাখে না।
চেনে না সে। বাবাকে না
মাকে না।

জ্যাক প্রুলেতস্কি: বিখ্যাত আমেরিকান ছড়াকার। শিশুদের জন্য অসংখ্য ছড়া লিখেছেন তিনি। ১৯৪০ সালের ৮ সেপ্টেম্বর নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম জ্যাকের। ওয়াশিংটন বুক অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।