হাতিরা কোথায়? হাতিয়ায়!

অলংকরন : শিখা
অলংকরন : শিখা

ফুলের বাগানে তোমরা দেখেছ ফুল ফুটে থাকে যেভাবে
হাতিবাগানের হাতিদের নিয়ে এ রকম কিছু কে ভাবে?
আসলে তোমরা বুঝবে কীভাবে তোমরা সেসব দ্যাখোনি
আগ্রহী তুমি? ঠিকানা দিচ্ছি কলকাতা যাও এখনই।

হাতিবান্ধায় জানি না তো কারা বেঁধে রেখেছিল হাতিরে
কাজটাকে ভালো বলতে চাইবে কেউ তর্কের খাতিরে।
হাতিবান্ধাও চেনো না কোথায়? রংপুর যাও চলিয়া—
জেনে আসো সব হাতিদের সাথে বিস্তারে কথা বলিয়া।

ইংরেজি জানা হাতিরা কোথায় গড়েছিল জানো বসতি?
এলিফ্যান্ট রোডে। সেই সব হাতি ধনবান আর পশ অতি।
বড়লোক হাতি বাজার করত হাতিরপুলের বাজারে
ন্যায্য মূল্যে কলাগাছ তারা কিনত হাজারে হাজারে।

মানছ না বুঝি? সেটা বোঝাচ্ছ ও রকমভাবে তাকিয়ে?
দামি কথা সব। বই–পুস্তকে পাচ্ছ সহজে নাকি এ?
করছি না আর সময় নষ্ট গল্পগুজবে মাতিয়া
হাতিদের খোঁজে হাঁটিয়া হাঁটিয়া চলে যাব আমি হাতিয়া।