হাসির দেশে

অলংকরণ: তুলি

গিয়েছিলাম ঘুরতে আমি
নানান আজব দেশে
আজব হাসির দেশে
আমি পৌঁছে গেলাম শেষে।
আছে যেন সবাই সেথা
ফুলকুঁড়ি আর পাখপাখালির
দারুণ খেলা শেষে
নদী পাহাড় গাছপালারাও
প্রাণটা খুলে হাসে।
হাসির দেশে হাসব সবাই গভীর ভালোবেসে
নেই সেথা কেউ গোমড়ামুখো, দুঃখী, মানুষজন
দেখে আমার জুড়াল প্রাণ উঠল ভরে মন।
এমন হাসি বড্ড প্রিয়, ভীষণ ভালোবাসি
এখন আমি হাসতে পারি,
অনেক অনেক বেশি।