ট্যান্টালাইজিং ট্যানগ্রাম

কয়েকটি ছোট টুকরার সাহায্যে তুমি বৈচিত্র্যময় সব জিনিস বানাতে পারবে। চীনের মানুষেরা প্রথম ট্যানগ্রাম তৈরি করেছিলেন। মাত্র সাতটি কাগজের আকৃতির সাহায্যে তুমি কয়েক শ ভিন্ন ধরনের জিনিস বানাতে পারবে।

যা যা লাগবে

  • কাগজের বর্গাকার টুকরা

  • কাঁচি

  • রঙিন কলম বা পেনসিল

ধাপ ১

উপরের ছবির মতো একটি বর্গাকার কাগজের টুকরা নাও। এবার কাগজের ওপর পেনসিল দিয়ে দাগ টেনে সাতটি ভাগ বানাও। ভাগগুলোকে ভিন্ন ভিন্ন রং করো এবং একটি কাঁচি দিয়ে কাটো।

ধাপ ২

এই খরগোশ তৈরি করতে রঙিন কাগজের টুকরাগুলোকে সাজানোর চেষ্টা করো। দেখবে একটি খরগোশ হয়ে গেছে।

ধাপ ৩

এবার এই ছবিগুলো তৈরি করার চেষ্টা করো। ট্যানগ্রাম বানাতে যেন কঠিন হয়ে না যায়, তাই রঙিন ছবির পরিবর্তে সাধাকালো রাখা হলো। এবার নিজেই এ রকম নানান আকৃতি তৈরি করে মজা করতে পারো।

সমাধান