প্রিয় কিআ,
আমার কাছে তোমাকে অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো লাগে। কেন বলছি। সমগ্র বাংলাদেশের কিআ পাঠকেরা তোমার মাধ্যমে একসঙ্গে যুক্ত হয়ে আছে। বিভিন্ন লেখক এখানে লিখছেন। তাই পরোক্ষভাবে তোমার মাধ্যমে আমরা তাঁদের সঙ্গেও যুক্ত থাকছি। এ ছাড়া কিআ পাঠকেরা চিঠি লিখে তাদের নানা ধরনের মতামত জানাচ্ছে (কমেন্ট করার মতো)। পাশাপাশি তারা তাদের লেখা কিআতেও পাঠাচ্ছে এবং ভালো হলে তা ছাপা হচ্ছে (কনটেন্ট ক্রিয়েশনের মতো)। কিন্তু এই সোশ্যাল মিডিয়া চালাতে কোনো ডিভাইস লাগে না! বিষয়টা চিন্তা করলে বেশ মজা লাগে। কিছুদিন থেকে কিআর প্রচ্ছদ নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, আগেও বলেছে। কিন্তু আমার সব সময় তোমার প্রচ্ছদ যেমন, তেমনই সবচেয়ে বেশি ভালো লাগে। তোমাকে হাতে নিয়ে তোমার রঙিন প্রচ্ছদটা দেখলেই মন ভরে ওঠে। কিন্তু এবারের প্রচ্ছদটা আমার অতটা ভালো লাগেনি। এটাকে আমি দশের মধ্যে সাড়ে পাঁচ দিতে চাই। আচ্ছা, কিআতে অনেক আগে কৌতুক ছাপানো হতো। কৌতুক বিভাগটা কি বন্ধ হয়ে গেছে? সেটা কি আবার চালু করা যায়? তোমার কাছে লেখা চিঠিতে অনেকে অনেক রকম অনুরোধ করে। আমারও তোমার কাছে ছোট্ট (কিংবা জানি না বড়) দুটি অনুরোধ আছে।
১. ‘নিজেকে জানো’ বিভাগটি একটু নিয়মিত দেওয়ার চেষ্টা কোরো।
২. আমার মুভি দেখতে খুব ভালো লাগে। একটা মুভিসংখ্যা করবে প্লিজ? আর তা যদি না পারো, একটা ফিচার ছেপে দিয়ো।
অনেক কিছু লিখেছি, শেষে বলতে চাই, আজ পর্যন্ত অনেক ম্যাগাজিন পড়েছি; কিন্তু তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ ম্যাগাজিন। তুমি নিশ্চয়ই জানো, হাইস্কুলের শিক্ষার্থীদের এখন সামষ্টিক মূল্যায়ন চলছে। আমার জন্য দোয়া কোরো। তোমার জন্য অনেক ভালোবাসা রইল এবং আমার চিঠিটা খুবই অগোছালো হয়েছে, কিছু মনে কোরো না।
নাবিহা তাহসিন
ষষ্ঠ শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী
কিআ: অসাধারণ! এভাবে আমি কোনো দিন ভাবিনি। আসলেই কিন্তু এটা একটা সোশ্যাল মিডিয়া। তুমি ঠিকই বলেছ। আমিও মাঝেমধ্যে ভাবি, এই যে তোমাদের কাউকেই আমি দেখিনি কখনো। কিন্তু তোমাদের অনেকের নাম আমার জানা। অনেকের হাতের লেখা আমার চেনা। ব্যাপারটাও মজার। যা-ই হোক, কৌতুক বিভাগটা বন্ধ হয়নি। আমরা এমন একজনকে কৌতুক বিভাগের দায়িত্ব দিয়েছি, যে নিজেই কৌতুক পড়ে হেসে গড়িয়ে পড়ে আমাদের পাঠাতে ভুলে যায়। বিশ্বাস করো, প্রতি মাসে এই ঘটনা ঘটছে। মনে হয়, দায়িত্ব অন্য কাউকে দিতে হবে। ‘নিজেকে জানো’র লেখক ফাহমিদা আলম এই সংখ্যায় আবার ফিরেছে। আশা করি স্বরূপে ফিরতে বেশি সময় নেবে না। মুভিসংখ্যা করা সম্ভব। একটু ভাবতে দাও। চিঠির জন্য অনেক ধন্যবাদ।