খুলনায় কিআ কার্নিভ্যাল আয়োজনের অনুরোধ
প্রিয় কিআ,
অনেক দিন পর লিখছি। এসএসসি পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। তুমি তো পড়াশোনা ছাড়া শান্তিতে আছ। পরীক্ষার দিনগুলো যে কী জঘন্য কাটালাম। এখন মনে হচ্ছে অল ইজ ওয়েল! তারপর তোমার খবর কী? ‘অনলাইনে কিআড্ডা’ বলে বলে এখন একদম লাপাত্তা। আমি তো ভাবলাম পরীক্ষা শেষ হওয়ার পরপরই তোমাদের অনলাইন সভাতে যোগ দেব। তাড়াতাড়ি শুরু করো। আর ভালো কিছু মুভির সাজেশন দিয়ো এই ছুটির সময়ে দেখার জন্য। সঙ্গে গল্পের বই তো রাখবেই। আরেকটা ছোট্ট অনুরোধ, তোমরা কিআ কার্নিভ্যাল খুলনায় আয়োজন করো এবার। একবারও খুলনাতে হয়নি। এবার একবার এসেই দেখো, আমাদের শান্তিময়, বৃক্ষঘেরা প্রাণের শহরে। কথা দিচ্ছি, মন খারাপ হবে না।
মোহসিনা রাইসা
এসএসসি পরীক্ষার্থী ২০২৫, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা
কিআ: এটা অবশ্য ঠিকই বলেছো, পড়াশোনা ছাড়া আসলেই খুব শান্তিতে আছি। অনলাইন সভাটা কীভাবে হবে, এ নিয়ে একটু দ্বিধায় ছিলাম। তুমি বলার পর তো আর বসে থাকা ঠিক হবে না। চিঠিপত্তরের নিচে ঘোষণা দিয়েছি, দেখো। আশা করি, ঢাকার বাইরে যারা আছ, সবার সঙ্গে কথা হবে। আর দেশের পরিস্থিতি ভালো হলে অবশ্যই আমরা খুলনায় যাব।