উপন্যাস পেয়ে খুব খুশি

অয়ন-জিমি সিরিজের লেখক ইসমাইল আরমান

প্রিয় কিআ,

তোমার মনে আছে? আমি জুলাই মাসে একটা চিঠি দিয়েছিলাম। সেখানে আমি লিখেছিলাম, ‘আগস্ট মাসে আমার জন্মদিন। তাই আমি তোমার কাছে এবারের সংখ্যায় একটা সুন্দর উপন্যাস চাই। মানে একটা সুন্দর উপন্যাস ছাপিয়ো।’ কিন্তু তুমি আমার চিঠির জবাব দাওনি এবং কোনো উপন্যাসও ছাপাওনি। তাই আমি একটু কষ্ট পেয়েছিলাম। আমি ছোট থেকে জন্মদিন উপলক্ষে মা–বাবার কাছে কখনো উপহার চাইনি। মা–বাবা নিজ থেকেই উপহার দিতেন। কিন্তু এবার তোমার কাছে একটা জিনিস চেয়েছিলাম। যা–ই হোক, আমি সেপ্টেম্বর সংখ্যা হাতে পেয়ে যখন দেখি ‘১টি উপন্যাস’ লেখা, তখন আমি যে কী খুশি হয়েছি, তোমাকে বুঝিয়ে বলতে পারব না। খুব খুব খুশি হয়েছি আমি। অয়ন-জিমি কি সব সময় গোয়েন্দাগিরি করে নাকি? আসলে আমি তো কখনো অয়ন-জিমির গল্প পড়িনি, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। উপন্যাসটা দারুণ ছিল। আশা করি, উপন্যাসটি তুমি আমাকে উপহার দেওয়ার জন্যই ছাপিয়েছ।

ইমামা জান্নাত

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা

কিআ: তোমার উপহারটার অর্ডার ঠিকমতোই প্লেস হয়েছিল, কিন্তু ডেলিভারি দিতে দেরি হয়ে গেল। এ জন্য যে রেটিং কমিয়ে দাওনি, এটাই অনেক। কী বলো! অয়ন-জিমি সব সময় গোয়েন্দাগিরি করে না, শুধু যখন ছুটি থাকে, তখন করে। মাঝেমধ্যে পড়ালেখার ফাঁকেও ওদের গোয়েন্দাগিরি করতে হয়। অয়ন-জিমির অনেকগুলো বই আছে, পড়ে দেখো। ভালো লাগবে।

আরও পড়ুন

আরও পড়ুন