আদরের যত মানুষজন

অলংকরণ: সব্যসাচী চাকমা

আমি কোনো সংগ্রামী মেয়ে হতে চাই না, যাকে বেঁচে থাকতে প্রতি মুহূর্তে লড়াই করতে হবে। শান্ত একটা মেয়ে হয়ে জীবন কাটাতে চাই। কয়েকজন সত্যিকারের আপন মানুষ নিয়ে বেঁচে থাকতে চাই। কে আমাকে কষ্ট দেবে, কে আমাকে ভুল বুঝবে—তা নিয়ে প্রতিদিন লড়াই করতে চাই না। আমি অনেক শান্ত একটা জীবন চাই, আকাশের ধবধবে সাদা মেঘ দেখলে যেন আমার নিজের জীবনের কথা মনে পড়ে। পড়ন্ত বিকেলে নদীর ধারে বসলে যেমন অশান্ত মন স্থির হয়ে যায়, তা ভাবলে যেন আমার নিজের জীবনের কথা মনে পড়ে।

আরও পড়ুন

বেঁচে থাকা সহজ নয়, কিন্তু এত কঠিনও নয়, যদি আশপাশে নিজের আদরের কিছু মানুষ থাকে। ভয়াবহ সময়গুলোতে তারা আমার হয়ে শ্বাস নিতে পারবে না, কিন্তু সেই বদ্ধ মুহূর্তগুলোতে আমাকে নিশ্বাস নেওয়ার কথা মনে করাবে ঠিকই। এই আদরের কয়েকজন নিয়ে আমি শান্ত একটা জীবন পার করতে চাই।