'একদিন কিআতে নিধির কমিকস পড়তে পারব'

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

তোমার পাঠক হয়েছি দেড় বছর হলো। তোমার সঙ্গে পরিচয় আমার বন্ধু ও সহপাঠী নিধির মাধ্যমে। তুমি দুইবার তার চিঠি ছাপিয়েছিলে। নিধি খুব ভালো মেয়ে। জানো, অনেক সুন্দর আঁকতে পারে ও। কমিকও বানাতে পারে। আশা করি, একদিন কিআতে নিধির কমিকস পড়তে পারব। আমি আর নিধি কে-পপের ভক্ত। তোমার কাছে আবদার রইল, ব্ল্যাকপিংক ও এনহাইপেনকে নিয়ে লেখা ছাপাবে (না ছাপলেও সমস্যা নেই। কারণ, সবাই হয়তো পছন্দ করবে না)। তোমার জন্য একটি দুঃসংবাদ রয়েছে। তোমার একজন পাঠক অন্য দেশে চলে গেছে। সে আমার একজন খুব ভালো বন্ধু (যদিও আমরা এক স্কুলে পড়তাম না)। তুমি প্রার্থনা কোরো, যেন সে ওখানে ভালো থাকে।

সুপ্রভা রায়

অষ্টম শ্রেণি, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও

কিআ: নিধিকে অনেক ধন্যবাদ তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আশা করি, নিধি এই চিঠি পড়ছে। নিধি, তোমার আঁকা কমিকস পাঠাচ্ছ না কেন? দ্রুত পাঠাও। ব্ল্যাকপিংক আর এনহাইপেনকে নিয়ে আমরা দ্রুতই লেখা ছাপব—কথা দিলাম। আশা করি, তোমার বন্ধু বিদেশে গিয়ে ভালো থাকবে। আমাদের মনে রাখবে। সবাই ভালো থেকো।

আরও পড়ুন