খরগোশের একটা নাম দিয়ে দাও

মনের আনন্দে ঘাস খাচ্ছে দুটি খরগোশ। ছবিটি গতকাল ময়মনসিংহ শহরের কাঠগোলা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

প্রিয় কিআ,

আমি তোমার কাছে একটি নাম জানতে চাই। আশা করি, তুমি একটি সুন্দর নাম বলবে। আর যার নাম বলবে, সে হলো একটি খরগোশ। তার গায়ের রং সাদা, চোখগুলো সূর্যের মতো লাল। ওর বয়স ১ মাস ৩ দিন।

মাহিদা নুর শিফা

সপ্তম শ্রেণি, অলির বাজার আদর্শ উচ্চবিদ্যালয়, কুমিল্লা

কিআ: নিশ্চয়ই গোল গোল কিউট চোখ খরগোশটার। গুল্টু নামটা কি তোমার পছন্দ হয়?

আরও পড়ুন