গণিত নিয়ে সংখ্যা ছাপাও

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

তোমাকে আমি পড়ছি গত বছরের মার্চ থেকে। তুমি জানো, অঙ্ক করতে খুব ভালো লাগে আমার। আমি তো ক্লাসে নিজেকে গণিতবিদ দাবি করি। কেউ যদি কোনো অঙ্ক দেয়, আর আমি যদি না পারি, তবে তো কোনো কথাই নেই৷ নাওয়া–খাওয়া ভুলে খালি অঙ্কই করতে থাকি। আর একবার সমাধান করতে পারলে খুশিতে আমি নিজেকে মনে মনে গণিতবিদ বলতে থাকি। এতটাই গণিতপ্রেমী আমি। তাই বলছি, তুমি গণিত নিয়ে একটা সংখ্যা ছাপাও। আর হ্যাঁ, গল্প একটু বেশি করে খেয়ো। জেনে রাখো, আমি কিন্তু তোমার গল্পও অনেক পছন্দ করি। ভালো থেকো। তোমাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা!

হুসাইন ইশরাক

অষ্টম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর

কিআ: কী সাংঘাতিক। গণিত দেখলেই তো আমার জ্বর আসে। তুমিই তো সেই ব্যক্তি যে আমাকে সাহস দিতে পারো। আমরা তো অনেক দিন ধরেই গণিত সংখ্যা করার কথা ভাবছি। কিন্তু ওই যে গণিতের কথা ভাবলেই জ্বর আসে, তাই ফলাফল শূন্য। গণিত সংখ্যা করার জন্য তোমার সাহায্য লাগবে। করবে তুমি? ভালো থেকো। ঈদ মোবারক।