'আমি অয়ন–জিমির অনেক বড় ভক্ত'

অয়ন-জিমিঅলংকরন: আরাফাত করিম

প্রিয় কিআ,

আমি মোটামুটি তোমার পুরোনো পাঠক। এবারের সংখ্যাটা অনেক ভালো ছিল। বিশেষ করে ‘আইসক্রিম কারখানায় একদিন’ পড়ে অনেক মজা পেয়েছি। তুমি জানো, আমি অয়ন–জিমির অনেক বড় ভক্ত! এবারকার ধারাবাহিক উপন্যাস দেখে আমি চমকে উঠেছিলাম। কিছু মনে কোরো না, আমি আবার খুব একটা গুছিয়ে লিখতে পারি না। আমি হ্যারি পটারের খুব বড় ভক্ত। একটু কষ্ট করে আমার এ চিঠিটা এবং হ্যারি পটার নিয়ে একটি ফিচার ছেপে দিয়ো। আমার জন্য দোয়া কোরো। বাই!

বুশরা মারইয়াম

পঞ্চম শ্রেণি, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা

কিআ: আমরাও হ্যারি পটারের ভক্ত। ওই স্লোগানটা শুনেছ না? শিরায় শিরায় রক্ত, আমরা হ্যারি পটারের ভক্ত—ওই রকম। হ্যারি পটার নিয়ে তো আমরা অনেক লেখা ছেপেছি। আর কী কী পড়তে চাও বলো। আমরাও তো ভাবছিই।

আরও পড়ুন