দড়ি লাফ

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

আজ আমার স্কুলে বার্ষিক ক্রীড়ার ফাইনাল হয়েছে। আমি দড়ি লাফে অংশ নিয়েছি। আমি ভালো করে খেলেছিলাম, কিন্তু মাঝখানে আটকে গিয়ে বাদ হয়ে গেলাম। কিন্তু যখন আমি বাসায় চর্চা করছিলাম, তখন ভালোই পারছিলাম। এখন পারলাম না। কী একটা কাণ্ড হলো আমার সঙ্গে!

মো. মারুফ ইসলাম

সপ্তম শ্রেণি, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম

কিআ: এটা কোনো ব্যাপারই না। দড়ি লাফ খেলাটা বেশ কঠিন। একবার ভুল করে ফেললেই বাদ—এই চাপই হয়তো তোমার ওপর ছিল। এখন আবার অনুশীলন করো। পরের বছর নিশ্চয়ই তুমি সফল হবে। ভালো থেকো।

প্রিয় কিআ,

জানো, আমার কাছে এখন পর্যন্ত তোমার ৫২টা সংখ্যা আছে। পুরোনো সংখ্যাগুলো পড়তে পড়তে একদম মুখস্থ হয়ে গেছে। চোখ বন্ধ করে বলে দিতে পারি, কোন পৃষ্ঠায় কমিকস আর কোন পৃষ্ঠায় গল্প। যদি পরীক্ষার ব্যবস্থা থাকত, একনিমেষে ১০০ পেয়ে যেতাম।

জয়দ্যূতি সরকার

একাদশ শ্রেণি, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা

কিআ: বলো কী! বলো দেখি, কিআর প্রথম সংখ্যার প্রচ্ছদ কে এঁকেছিলেন? উত্তর খুঁজতে থাকো। আমরা খুঁজে দেখি তোমাকে আর কী চমক দেওয়া যায়। ভালো থেকো।