কিআ নিতে গিয়ে হোঁচট খেলাম

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

৬ ফেব্রুয়ারি ২০২৪। দুপুরবেলা হঠাৎ কলিংবেলের শব্দ। ব্যালকনিতে উঁকি দিয়ে দেখলাম হকার আঙ্কেল। তারপর আমি একদৌড়ে নিচে নামতে গিয়ে আচমকা হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর যখন দেখলাম, তুমি এই মাসেও আমার চিঠি ছাপাওনি, তখন আমার অনেক মন খারাপ হলো। জানো কিআ, ফেব্রুয়ারি মাস আমার খুব প্রিয়। কারণ, এই মাসেই তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমার দুজন ভালো বন্ধু। একজন তুমি আর একজন ফাইজা। ফাইজার মাধ্যমেই তোমার সঙ্গে আমার পরিচয়। ২৬ মার্চ ওর জন্মদিন। আমি চাই কিআর মার্চ সংখ্যাতেই তুমি ওকে শুভেচ্ছা জানিয়ে চমকে দাও। এটাই হবে আমার পক্ষ থেকে ওর জন্য সেরা উপহার। প্লিজ কিআ, চিঠিটা ছাপিয়ে দিয়ো। প্লিজ প্লিজ প্লিজ!

ইফফাত আরা শেফা

সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ

কিআ: শুভ জন্মদিন, ফাইজা। শেফাকে কিআর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর শেফা, তুমি সিঁড়ি দিয়ে সাবধানে নামবে। বাসের গায়ে কী লেখা থাকে জানো তো! সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ভালো থেকো।

মিম| জাহিন যাইমাহ্ কবির

Kishor Alo 02
আরও পড়ুন