মিমির বিড়াল মোমো আমাকে দেখে ফেলল

ক্যাট ফুডঅলংকরণ: সব্যসাচী চাকমা

কলম রহস্য

আমার স্কুলে প্রতিদিনের মতোই সকালবেলা গিয়েছিলাম। আমার মনে ছিল, আমি আমার কলমটি আমার প্যান্টের পকেটে নিয়েছিলাম। কিন্তু স্কুলে গিয়ে দেখি, এক অবাক কাণ্ড! আমার পকেটে কলমটি নেই। পকেটসহ পুরো ব্যাগ খুঁজেও কলমের কোনো খোঁজ নেই। ব্যাপারটি আমাকে অবাক করার সঙ্গে সঙ্গে খুব বিরক্তও করল বটে। স্কুল থেকে ফিরে আসতেই দেখি টেবিলের ওপর রাখা আছে কলমটি!

নিহান নুবায়েদ

পঞ্চম শ্রেণি, নওগাঁ কৃষ্ণধন (কে ডি) সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁ

ক্যাট ফুড

কলম
অলংকরণ: সব্যসাচী চাকমা

আমি এক টুকরা ক্যাট ফুড। আমরা ক্যাট ফুডরা সবাই দল বেঁধে একটি কৌটায় বাস করি। আমরা থাকি মিমির বাসায়। কয়েকটি বিড়াল আছে মিমির। তাই সে আমাদের কেনে এবং বিড়ালগুলোকে খাওয়ায়।

আরও পড়ুন

একদিন আমার পালা এল। আমাকে কৌটা থেকে বের করল মিমি। আমি বিড়াল নামক খাদকের হাত থেকে নিজের জীবন বাঁচাতে চলে গেলাম ডাইনিং টেবিলের নিচে। কোথা থেকে মিমির বিড়াল মোমো আমাকে দেখে ফেলল এবং আমার দিকে এগিয়ে আসতে থাকল। অন্যদিকে মিনিও আমাকে দেখে ফেলল। দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল আমাকে খাওয়া নিয়ে। মোমো ও মিনি আমাকে টেবিলের নিচ থেকে বের করতেই কোত্থেকে মিশু বেরিয়ে এল আর আমাকে খেয়ে ফেলল।

এভাবেই আমার রঙিন জীবনের ইতি ঘটল!

বি.দ্র. এটি আমি অনুমান করে আমার আত্মজীবনীতে লিখেছিলাম, যা পরে সত্যি হয়েছিল।

রেজোয়ানা আনজুম

সপ্তম শ্রেণি, সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়, ঝালকাঠি