ভূতের গল্প আমার অনেক ভালো লাগে
প্রিয় কিআ,
তুমি যে ভূতের গল্পগুলো ছাপাও, তা আমার কাছে অনেক ভালো লাগে। তাই দয়া করে কিশোর আলোতে ভূতের গল্প ছাপিয়ো। আর আমি শুনেছি যে তুমি অনেকের চিঠি ছাপাও না। কিন্তু আমার বিশ্বাস, তুমি আমার চিঠিটা ছাপাবে।
ইশতিয়াক হোসেন আবদুল্লাহ
পঞ্চম শ্রেণি, এন আকন্দ কামিল মাদ্রাসা, নেত্রকোনা
কিআ: অবশ্যই। জুলাই মাসেই ভূতের গল্প নিয়ে সংখ্যা হবে। আশা করি, তোমাদের ভালো লাগবে।
প্রিয় কিআ,
মে সংখ্যায় চিঠিপত্তরে প্রথম চিঠিতে তানজিমুল ইসলাম তোমাকে একটি প্রশ্ন করেছিল। প্রশ্নটি হলো, ‘কে এই চিঠিগুলোর উত্তর দেয়?’ এ প্রশ্নের উত্তরে তুমি আমাদের একটি সূত্র দিয়েছিলে। সূত্রটি হলো, ‘চিঠির উত্তর যিনি দেন, তাঁর লেখায় দুবার “চলবে” কথাটা প্রকাশিত হয়।’ আমি এই সূত্রের মাধ্যমে খুঁজে পেয়েছি যে কিআর সহকারী সম্পাদক আদনান মুকিত স্যার আমাদের চিঠিগুলোর উত্তর দেন। তাঁর লেখা ধারাবাহিক উপন্যাস ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’ এবং ধারাবাহিক কমিকস ‘অ্যাডভেঞ্চার অব ইলু বিলু’–তে ‘চলবে’ কথাটি প্রকাশিত হয়। আমার অনুসন্ধানটি সঠিক কি না, তা জানিয়ো। ভালো থেকো।
নির্ঝর সরকার
অষ্টম শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
কিআ: তোমাকে ছোটদের শার্লক হোমস উপাধি দেওয়া হলো।