প্রিয় কিআ,
তোমার মতো ভালো বন্ধু আমার খুব বেশি নেই! গত বছর থেকেই পড়ছি কিআ। তখন আমি আবাসিক স্কুলে পড়ি। বাবা-মাকে মিস করে যখন মন খারাপ হতো, তখন তোমায় পড়েই ভালো হয়ে যেত মন। তোমার নতুন নতুন সংখ্যার অপেক্ষায় থাকি সারাক্ষণ। গত সংখ্যার অয়ন-জিমির কাহিনিটা অসাধারণ ছিল। এমন মজার মজার জিনিস খেয়ে আরও মোটা হও তুমি। আমার দুই বান্ধবী ফাহমিদা ও মালিহাও তোমাকে অনেক পছন্দ করে। ওরা দুজনও চিঠি লিখছে তোমায়। আমাদের তিনজনেরটাই ছাপিয়ে দিয়ো। নাহলে ওরা কিন্তু অনেক মন খারাপ করবে। ভালো থেকো। তোমার জন্য রইল অবিরাম শুভেচ্ছা ও প্রাণঢালা ভালোবাসা।
সামিরা তাসনিম
সপ্তম শ্রেণি, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর
কিআ: খুব ভালো লাগল তোমার চিঠি পড়ে। আবাসিকে থাকাটা সত্যিই খুব কঠিন। চাইলেই তোমরা অনেক কিছু করতে পারো না। বাসা থেকে দূরে থেকে মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে মন ভালো-খারাপ যা-ই থাক, কিআ সব সময় থাকছে তোমাদের সঙ্গে। ফাহমিদা আর মালিহাকেও শুভেচ্ছা। ওদের চিঠিও নিশ্চয়ই ছাপা হবে সামনে। তোমরা চিঠি দিতে থাকো। ভালো থেকো।
প্রিয় কিআ,
দেখতে দেখতে কত বড় হয়ে গেলে তুমি। ১০ বছর বিশাল ব্যাপার! আমি যে তোমার কত বড় ভক্ত, তা কি তুমি জানো? আমার অবসর মানেই বই পড়া। আমি বইয়ের অন্ধভক্ত। করোনার সময় একদিন বাবা তোমাকে এনে দিলেন। ব্যাস! আমি তোমার ভক্ত হয়ে গেলাম। তার পর থেকে তুমি আমার নিত্যসঙ্গী। এমনও হয়েছে, আমি তোমার সংখ্যাগুলো দশবারের ওপরে পড়েছি। তুমি আমার এতই প্রিয়। সবাই বলে, তুমি নাকি ময়মনসিংহ থেকে কোনো চিঠি ছাপো না। আমি বলেছি, এটা মিথ্যে কথা। আমি জানি, তুমি আমার চিঠি ঠিকই ছাপাবে, নাহলে কিন্তু আমি বাজিতে হেরে যাব। গত সংখ্যাটা ফাটাফাটি ছিল। উপন্যাসগুলো সবচেয়ে ভালো লেগেছে। আচ্ছা, একটা অনুরোধ রাখবে প্লিজ? প্রতি সংখ্যায় দুই থেকে তিনটা সম্ভব হলে আরও বেশি ভূতের গল্প ছাপাবে। আমি আবার ভূতের গল্প পড়তে খুব ভালোবাসি। তা ছাড়া হরর ফিল্ম তো আছেই। আমি এরই মাঝে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ভয়ংকর হরর ফিল্ম দেখে ফেলেছি। যদিও রাতের বেলা চোখ খুলতেই ভয় লাগছিল। আমি ভূতের গল্পও লিখে ফেলেছি, ছাপাবে কি? বয়স তো এবার ১০ হলো, একটু ভালোভাবে খাওয়াদাওয়া করো। মোটা হতে বলছি না, তবে আরেকটু স্বাস্থ্যবান হলে দোষের কী? আর তুমি কি ভূতে ভয় পাও?
নুজাত ফাইজা
সপ্তম শ্রেণি, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ
কিআ: এমন চিঠি পেলেই আমরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। অনেক ধন্যবাদ তোমাকে। ভূতের গল্প আমরা প্রায়ই ছাপি। তুমি যখন বলেছ, আরও বেশি করে ছাপব। কথা দিলাম (যদি ভুলে যাই, মনে করিয়ে দিয়ো)। আর তুমি একদম ঠিক বলেছ, সব জেলাই আমাদের কাছে সমান। কারণ, সব জেলাতেই আছে কিআবাহিনী। ভালো থেকো তুমি। তবে বেশি হরর মুভি দেখা ঠিক কি না ভাবতে হবে। অধিকাংশ হরর মুভিই কিন্তু ছোটদের উপযোগী নয়। একটু বেছে বেছে দেখবে, ঠিক আছে?
প্রিয় কিআ,
উফ, অক্টোবর সংখ্যাটি অসাধারণ ছিল! একেবারে অসাধারণ! প্রতিটি গল্প, কমিকস আমার অনেক অনেক ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে অয়ন-জিমির ‘সূর্যঘড়ি সূত্র’ গল্পটি। দারুণ ছিল। ইসমাইল আরমান আঙ্কেলকে অনেক অনেক অনেক ধন্যবাদ এ রকম দারুণ একটি গল্প লেখার জন্য। আর তোমাকে তো অবশ্যই। কারণ, তুমি গল্পটি না ছাপলে তো আর আমি এটি পড়তে পারতাম না। তাই তোমাকেও অনেক ধন্যবাদ। ভালো থেকো।
জেবিন জান্নাত
পঞ্চম শ্রেণি, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: অক্টোবর সংখ্যা ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। ইসমাইল আরমানকে তোমার ধন্যবাদ পৌঁছে দেব। ভালো থেকো তুমিও।