তুমি আর বিজ্ঞানচিন্তা কি শত্রু নাকি বন্ধু?

Deer কিআ,

কেমন আছ? আমার চিঠি না ছাপালে তো তুমি ভালোই থাকবে। তোমাকে অনেকবার চিঠি পাঠিয়েছি। তারপরও তুমি আমার চিঠি ছাপালে না কেন? মনে রেখো, এবার আমার চিঠি অবশ্যই ছাপাতে হবে। নয়তো আমি আমার দুই বান্ধবী মালিহা আর নুসরাতকে নিয়ে তোমার ওপর হামলা করব। আমার ছোট ভাই মুশফিক তো সবার আগে। তাই BE CAREFUL (আমি তোমাকে হুমকি দিতে চাইনি। তুমি আমাকে হুমকি দিতে বাধ্য করেছ। তোমার একটা বদভ্যাস হলো, হুমকি না দিলে তুমি কারও চিঠি ছাপাতে পারো না)। আচ্ছা, তুমি আর বিজ্ঞানচিন্তা কি শত্রু নাকি বন্ধু? আর সম্বোধনটা কেমন হয়েছে জানিয়ো।

মাইশা

অষ্টম শ্রেণি, জাঙ্গালিয়া উচ্চবিদ্যালয়, গাজীপুর

কিআ: আমি আর বিজ্ঞানচিন্তা খুব ভালো বন্ধু। তোমার চিঠি তো ছাপলাম, এরপরও যদি তুমি হামলা করতে আসো, আশা করি বিজ্ঞানচিন্তা আমাদের বৈজ্ঞানিকভাবে তোমার হামলা থেকে বাঁচাবে। তোমার সম্বোধনটা দারুণ! ছবিটা কেমন হয়েছে?

আরও পড়ুন