পরিচয় জানতে চাই
প্রিয় কিআ,
অনেক দিন ধরে একটা প্রশ্ন মাথার ভেতর ঘুরঘুর করছে। প্রশ্নটা হলো, এই ‘কিশোর আলো’র পেছনের মানুষটা কে? কে এই চিঠিগুলোর উত্তর দেয়। তুমি মানে আপনি কি আনিসুল হক স্যার, নাকি আদনান মুকিত স্যার, নাকি অন্য কেউ? প্রশ্নটার উত্তর পেলে খুশি হব। ভালো থাকবেন।
তানজিমুল ইসলাম
অষ্টম শ্রেণি, ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ, সিলেট
কিআ: পেছনে যে মানুষই আছে, তা ধরে নিচ্ছ কেন? এমনও তো হতে পারে যে কোনো রোবট তোমাদের চিঠিগুলোর উত্তর দেয়! অবশ্য তোমাদের সঙ্গে বেশি দিন চালাকি করে পারা যাবে না। তাই একটা সূত্র দিই। চিঠির উত্তর যিনি দেন, তাঁর লেখায় দুবার ‘চলবে’ কথাটা প্রকাশিত হয়। এবার বলো দেখি, আমি কে?