গানগুলোর সুর ও কথার অর্থ আমাকে মুগ্ধ করে

চিঠিছবি: পেক্সেলস

প্রিয় কিআ,

আমি বিভিন্ন সমস্যার কারণে তোমার কাছে আগস্ট মাসে চিঠি পাঠাতে পারিনি। তাই এখন বলে দিচ্ছি, তুমি আগস্ট সংখ্যায় আমাকে পৃথিবীর অন্যতম খুশি ব্যক্তি বানিয়েছ। আমার গভীর সাধনা ও একাধিক চিঠির পর, তুমি শেষ পর্যন্ত ‘হান্টার x হান্টার’ নিয়ে ছাপিয়েছ। আমার ইচ্ছা করছে এই চিঠির প্রতিটি শব্দে ‘ধন্যবাদ’ লিখে দিতে, কিন্তু সেটা করলে চিঠিটা একঘেয়ে লাগবে। তাই সস্তা পদ্ধতি অবলম্বন করে ‘অসংখ্য ধন্যবাদ’ বলে দিচ্ছি। তুমি জানতে চেয়েছিলে, এই অ্যানিমের কোন গান সবচেয়ে ভালো লেগেছে, আমি ব্যক্তিগতভাবে ‘হিওরি ইত্তাই’ আর ‘জাস্ট অ্যাওয়েক’ গান দুটোর কথা বলব। এই দুটো গান আমার সবচেয়ে বেশি ভালো লাগে। গানগুলোর সুর ও কথার অর্থ মুগ্ধ করে আমাকে। এই চিঠি ছাপো আর না ছাপো, আমার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ নিয়ো।

মাহদী রহমান

নবম শ্রেণি, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী

কিআ: অনেক ধন্যবাদ মাহদী। গানগুলো শুনে দেখতে হবে তাহলে। ‘হান্টার x হান্টার’–এর বাকি ভক্তরা কী বলো? মাহদীর সঙ্গে মেলে তোমাদের পছন্দ?

আরও পড়ুন