পড়াশোনা নিয়ে প্রশ্ন

শিশুর পড়াশোনাছবি: অধুনা

প্রিয় কিআ,

তোমাকে অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম। আজ লিখেই ফেললাম। আমি আসলে তোমার কাছে দুটি প্রশ্নের উত্তর জানতে চাই। প্রশ্নগুলো হলো:

১. আমাদের দেশে নতুন যে কারিকুলাম এসেছে, তোমার কাছে সেটি কেমন লেগেছে?

২. নতুন কারিকুলামের পড়াশোনায় নিজেকে কীভাবে আমরা অভ্যস্ত করতে পারি?

ওপরের দুটি প্রশ্নের উত্তরকে তুমি উত্তর আকারে না লিখে বন্ধুকে পরামর্শ আকারে লিখে দিয়ো। আমার অবসর সময়ের বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ।

রেদোয়ান আহমেদ

অষ্টম শ্রেণি, ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ, সিলেট

কিআ:

১. নম্বর প্রশ্নের উত্তর: নতুন কারিকুলামটা এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। আমি তোমাদের চিঠি, লেখা এসব পড়েই কূল পাই না, নতুন কারিকুলাম নিয়ে মাথা ঘামাব কখন? আমার জন্য তো এটা এক্সট্রা কারিকুলাম। তবে তুমি যখন বলেছ, এবার একটু খোঁজ নিতেই হবে।

২. নম্বর প্রশ্নের উত্তর: আমি বিশেষজ্ঞাদের মতো বলতেই পারি, ‘সময় দাও। বোঝার চেষ্টা করো। ভয়ের কিছু নেই। নতুন কারিকুলাম বেশ সহজ...;’ কিন্তু আমি তো বিশেষজ্ঞ নই, পড়াশোনার কথা শুনলেই আমার জ্বর আসে। তাই পরের সংখ্যায় এ নিয়ে বিস্তারিত জানাচ্ছি। ধন্যবাদ।

আরও পড়ুন