হারিয়ে ফেলা কিআ

অলংকরণ: সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

ফেব্রুয়ারির ১৮ তারিখ আমার জন্মদিন ছিল। জন্মদিনে আমার আপু কিআ গিফট দিয়েছিল। তারপর আমরা ঢাকাতে বইমেলায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে ঘুরতে গিয়ে আমার প্রিয় কিআ সংখ্যাটি হারিয়ে ফেলেছি। আমার খুবই মন খারাপ হয়েছিল। এরপর মার্চ সংখ্যাটিতে মজার মজার গল্প পেয়ে আমার মনটা আবার ভালো হয়ে গেছে। ধন্যবাদ কিআ। ভালো থেকো।

জাহান জাইমা
দ্বিতীয় শ্রেণি, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ

কিআ: আহহা, নিশ্চয়ই তোমার মন খারাপ হয়েছে। তবে চিন্তা কোরো না, এ সংখ্যায় তো তোমার চিঠি আছে। মন আরও ভালো হয়ে যাওয়ার কথা। তবে এই সংখ্যা আবার হারিয়ে ফেলো না যেন। ভালো থেকো।

প্রিয় কিআ,

পঞ্চাশ! অন্য কোনো কিছুতে হাফ সেঞ্চুরি করতে না পারলেও কিআর ৫০টি সংখ্যা জমিয়ে আমি রীতিমতো হাফ সেঞ্চুরি করে ফেলেছি। আমার সামনের লক্ষ্য সেঞ্চুরি করা। দারুণ না ব্যাপারটা? তবে তোমার কাছে আমার অনুরোধ, বেশি বেশি গল্প ও কমিকস ছাপাও। ভালো থেকো। তোমার জন্য শুভকামনা।

মায়মুনা আনজুম
নবম শ্রেণি, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গাজীপুর

কিআ: অভিনন্দন মায়মুনা। সেঞ্চুরি করলে তোমাকে তো একটা প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার দিতে হয়। কবে সেঞ্চুরি জানিয়ো। আমরা পুরস্কার রেডি রাখব।

প্রিয় কিআ,

মার্চ মাসের কিআ অনেক ভালো লেগেছে। গল্প, চিঠি, মজার তথ্য—সব অনেক মজার ছিল। মজার তথ্য থেকে অনেক কিছু জেনেছি। কিন্তু একটা জিনিস খুব মিস করেছি, সেটা হচ্ছে আমার চিঠি। আমার খুব কান্না পায় যে তুমি সবার চিঠি ছাপাও, কিন্তু আমার চিঠি ছাপাও না। এবার ছাপলে খুব খুব খুশি হব। ভালো থেকো।

ফারিন
সপ্তম শ্রেণি, জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়, পার্বতীপুর

কিআ: ধন্যবাদ ফারিন। এবার খুশি তো তুমি? আশা করি এবার আর তোমার কান্না পাবে না। ভালো থেকো।

প্রিয় কিআ,

আমি তোমার অনেক পুরোনো পাঠক। ছোটবেলায় অনেক ভেবেছি তোমায় চিঠি লিখব। কিন্তু ছোট থাকার কারণে লিখতে পারিনি। এই চিঠি আমার প্রথম লেখা চিঠি। কিআ জানো, আমি না আবৃত্তি শিখি। তাই আমার জন্য বেশি বেশি করে কবিতা ছেপো। গল্প আর কমিকস বেশি করে ছাপাবে, কারণ আমার গল্প পড়তে খুব ভালো লাগে। আমার মনে হয়, আমি যদি তোমাকে গল্প লিখে খাইয়ে দিই, তাহলে তুমি মোটা হয়ে যাবে। হি হি হি হি!

ত্রিধা সেন
দ্বিতীয় শ্রেণি, নালন্দা উচ্চবিদ্যালয়, ঢাকা

কিআ: ঠিক আছে ত্রিধা, তোমার জন্য বেশি বেশি কবিতা ছাপব। এবার কিন্তু অনেকগুলো গল্প ছেপেছি। আশা করি ভালো লাগবে। ভালো থেকো। নিয়মিত লিখবে আশা করি।