অমুক সংখ্যাটা দরকার, কোথায় পাব?

কিশোর আলো মার্চ ২০২৪ সংখ্যাঅলংকরণ: আরাফাত করিম

প্রিয় কিআ,

আমার ভাবুক মন একটি প্রশ্ন নিয়ে এসেছে। আমি প্রায়ই রকমারির ওয়েবসাইটে ঘাঁটাঘাঁটি করি। দেখলাম, কিআর ফেব্রুয়ারি সংখ্যা ৫০ থেকে ৫৫টি রয়ে গেছে। তোমরা কি বেশি করে কিআ ছাপাচ্ছ নাকি পাঠকেরা তেমন একটা কিনছে না?

উম্মে ফাতিহা মাহনূর

চতুর্থ শ্রেণি, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া

কিআ: দারুণ একটা প্রশ্ন নিয়ে এসেছে তোমার ভাবুক মন। কিআ ছাপানো হয় অগ্রিম চাহিদার ওপর ভিত্তি করে। অর্থাৎ হকার, লাইব্রেরি, এজেন্ট কিংবা ওয়েবসাইটে তোমরা যে অর্ডার দাও, সে অনুযায়ী ছাপানো হয় কিআ। অনেক সময় কোনো সংখ্যার বেশি চাহিদা দেখে অনেকে বেশি অর্ডার দেয়, এ ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। আমাদের কাছে কিন্তু ফেব্রুয়ারি সংখ্যা নেই, অথচ রকমারিতে ঠিকই আছে। ভালো খবর দিয়েছ তুমি। যারা প্রায়ই আমাদের কাছে চিঠিতে বা ফোন করে জানতে চাও, ‘অমুক সংখ্যাটা দরকার, কোথায় পাব?’—তারা রকমারি ডটকমে খুঁজে দেখতে পারো।

আরও পড়ুন

প্রিয় কিআ,

প্রথমে ঈদের শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছ। আমি চতুর্থ শ্রেণি থেকে তোমাকে পড়ি। কিন্তু আমি যখন ষষ্ঠ শ্রেণিতে উঠলাম, তখন আমার পড়ার চাপ বেড়ে যায়। তাই মা কিশোর আলো নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু ২০২৪ সালের মার্চ মাসে স্কুল থেকে বাড়িতে এসে দেখি, আমার ঘরে বিছানায় কিশোর আলো রাখা। আমি তো খুব খুশি। একটু পরে মা এসে বলল, ‘বই পড়ো, কিন্তু তার পাশাপাশি আগের মতো পরীক্ষায় সব সময় ভালো ফল করতে হবে।’ আমি খুব খুশি হয়ে মাকে বললাম, আচ্ছা। অনেক দিন পর তোমার গন্ধ পেয়ে, তোমাকে পড়ে, দেখে অনেক ভালো লাগছিল।

সারা জীবন এ রকম ভালো ভালো লেখা ছাপিয়ে সবাইকে আনন্দ দিয়ো। বিদায়।

জারিন সুবাহ

সপ্তম শ্রেণি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া

কিআ: শাবাশ! ভালো ফল করেছ বলেই এত দিন পর তোমার সঙ্গে দেখা হলো। এভাবেই তাহলে ভালো ফল করতে থাকো, গল্প, ছড়া দিয়ে তোমাকে খুশি রাখার দায়িত্ব আমার, কী বলো? ও, তোমার মাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবে। ভালো থেকো।

আরও পড়ুন