আমি সব সময় তোমার সঙ্গে থাকব

প্রিয় কিআ,

২০১৬ সাল থেকে কিআ পড়ি আমি। ভাইয়া যখন প্রথম কিআ এনেছিল, তখন আমি কেবল কেজিতে পড়তাম। ভাইয়া আমাকে পড়ে শোনাত তোমার গল্প, চিঠি ইত্যাদি। তারপর আমি বানান করেও আস্তে আস্তে তোমাকে পড়ার চেষ্টা করতাম। এখন আমি পঞ্চম শ্রেণিতে পড়ি। এখন পর্যন্ত একটি সংখ্যা মিস করিনি। তোমাকে চিঠি পাঠাব পাঠাব করেও আর পাঠানো হয়নি। তোমার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। আমার কোনো আবদার নেই তোমার কাছে। আমি সব সময় তোমার সঙ্গে থাকব। তুমি এই চিঠি ছাপবে কি না, জানি না। তবে তোমাকে এত দিন পর প্রথম চিঠি পাঠিয়ে খুব ভালো লাগছে।

ফাতেমা আক্তার

পঞ্চম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: আরে বাহ্‌, ব্যাপারটা কী সুন্দর! বড় ভাই কিআ পড়ে শোনাচ্ছে ছোট বোনকে—দৃশ্যটা কল্পনা করতেই ভালো লাগছে। অনেক ধন্যবাদ তোমার ভাইকে। আর তোমাকেও। তুমি যদি ওর পড়া না শুনে ‘ধুর, এগুলো কী শোনাচ্ছো? পাঠ্যবই পড়ে শোনাতে পারো না?’ বলে চিৎকার করতে, তাহলে আমার কী হতো, ভাবো তো। ভালো থেকো তোমরা।