গল্পধাঁধা বিভাগ চালু হবে?

প্রিয় কিআ,

জানো, আমি ঠিক করেছি বড় হয়ে ডাক্তার হব। ডাক্তার হওয়ার পর আমার প্রথম রোগী হবে তুমি। তুমি তো পুষ্টিহীনতায় ভুগছ। তাই, আমি হব একজন পুষ্টিবিদ। ভয় পেয়ো না, তোমাকে পচা পচা ওষুধ দেব না আমি। কিছু মজার মজার পরামর্শ আর মজার কিছু ওষুধ দেব। কিআ জানো, আমার একটা ভাইয়া না ডাক্তার। আমি তাকে তোমার স্বাস্থ্যের করুণ দশার কথা বললাম। ভাইয়া বলল, তুমি তো বড় হয়ে ডাক্তার হবে, তখন তুমি কিআর চিকিৎসা কোরো।

তো, প্রস্তুত থেকো আমার চিকিৎসা নেওয়ার জন্য। আর শোনো, আমি তোমার স্বাস্থ্য নিয়ে কত চিন্তা করি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাকে জানানোর জন্য চিঠি পাঠাই কিন্তু তুমি তা দেখো না। আশা করি এই চিঠিটা দেখবে এবং ছাপাবে। ওকে বাইবাই। ভালো থেকো।

মিফতাহুল রাহমিম

চতুর্থ শ্রেণি, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর, ঢাকা

কিআ: আমিও তাই ভাবছিলাম, তোমাদের মধ্য থেকে কেউ ডাক্তার না হলে আমার সমস্যাগুলো ঠিক হবে না। মোটা হওয়ার চেয়ে বড় সমস্যায় আক্রান্ত আমি। খালি ভুলে যাই। কত কত বিভাগ যে ভুলে বসে আছি, তোমাদের চিঠি পড়লেই মনে পড়ে। আর দেখো, গত সংখ্যায় তো অরিগ্যামিতে ভুল করে বসলাম। চোখেও বোধ হয় কম দেখছি। তুমি ঠিকই ধরেছ, পুষ্টিহীনতাই বোধ হয় এসবের মূল কারণ। তুমি একটু তাড়াতাড়ি ডাক্তার হও তো।

প্রিয় কিআ,

ডিসেম্বর সংখ্যাটা দারুণ ছিল। বিশেষ করে ‘জেনে রাখো’ বিভাগটি। আর গল্পধাঁধা বিভাগটি চালু হবে না? নাকি আমাকেই গল্পধাঁধা লেখার দায়িত্ব নিতে হবে?

স্নিগ্ধেন্দু মন্ডল

ষষ্ঠ শ্রেণি, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা

কিআ: গল্পধাঁধার লেখক নিজেই এখন জটিল ধাঁধার ভেতর আছেন, কিছুতেই সমাধান করতে পারছেন না। আমার মনে হয় দায়িত্বটা তোমাকেই নিতে হবে। নেবে তুমি?