দুরু দুরু বুকে মঞ্চে উঠলাম

তিনি আমাকে মাহফুজ রহমানের লেখা কং পাহাড়ে শয়তান বইটি উপহার দিলেন
অলংকরণ: সব্যসাচী চাকমা

‘তোমরা কি কেউ লিও তলস্তয়ের নাম শুনেছ?’ মাইলস্টোন কলেজের আনন্দঘণ্টার অনুষ্ঠানে আনিসুল হক প্রশ্ন করলেন।

আমি হাত তুললাম। তিনি বললেন, ‘যে হাত তুলেছ, সে মঞ্চে আসো।’ আমি দুরু দুরু বুকে মঞ্চে উঠলাম। তিনি বললেন, ‘তুমি লিও তলস্তয়ের নাম শুনেছ? আমি বললাম, ‘জি।’ তিনি তাঁর একটি গল্প বললেন। আমাকে জিজ্ঞেস করলেন, ‘তিনি কোন দেশের নাগরিক।’ আমি বললাম, ‘রাশিয়ার।’ তখন তিনি আমাকে মাহফুজ রহমানের লেখা কং পাহাড়ে শয়তান বইটি উপহার দিলেন।

এটাই আমার প্রথম কোনো বিখ্যাত মানুষের কাছ থেকে উপহার নেওয়ার অভিজ্ঞতা।