ক্লাসে আমার অনেক বন্ধু আছে
প্রিয় কিআ,
তুমি কি জানো আমার বেস্ট ফ্রেন্ড কয়টা? আমার বেস্ট ফ্রেন্ড দুইটা, তুমি আর জাহিন। আমার দুইটা বেস্ট ফ্রেন্ডই আমার কষ্টে, আনন্দে সব সময় আমার পাশে থাকে। আমার ক্লাসে আমার অনেক বন্ধু আছে, কিন্তু তুমি আর জাহিন আমার সত্যিই বন্ধুর মতো বন্ধু। এ কারণেই আমি তোমাদেরকে বেস্ট ফ্রেন্ড বলে ডাকি। এই তো, আজ (২৭ মে) সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরে যেতে পারব না দেখে মনে হলো জাহিনের বাসায় (আমাদের বাসার পাশের দুই বাসা পরেই জাহিনের বাসা) যাব। কিন্তু ঘর থেকে বেরোনোরই উপায় নেই। তাই ভাইয়ার ঘরে শুয়ে তোমাকে পড়া শুরু করলাম। জোহরের আজানের আগ পর্যন্ত পড়লাম। দেখলাম অনেকের চিঠিই তুমি ছেপেছ, আমারটাও কি ছাপবে আগামী সংখ্যায়?
আবু হুরাইরা
কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ
কিআ: বেস্ট ফ্রেন্ডের কাজই তো কষ্টে, আনন্দে পাশে থাকা। আমরা যেহেতু তোমার বেস্ট ফ্রেন্ড, এটুকু তো করতে হবে, তা–ই না? বেস্ট ফ্রেন্ডের চিঠি আগামী সংখ্যার জন্য ফেলে রাখা ঠিক হবে না। এবারই দিলাম ছেপে।