‘পেত্তুনি’ গল্পটা আমার এত ভালো লেগেছে

প্রিয় কিআ,

জুলাই মাসের সংখ্যাটা ছিল অসাধারণ। ‘পেত্তুনি’ গল্পটা আমার এত ভালো লেগেছে, যা বলার বাইরে। কিন্তু আমার মন খারাপ। আমার পরীক্ষা এখনো শেষ হয়নি। এ চিঠিটি ছাপিয়ে মন ভালো করে দাও। এটি আমার প্রথম চিঠি, তাই কোনো আবদার নেই। আজকে এটুকুই। ভালো থেকো।

নাফিস তাজুয়ার

ষষ্ঠ শ্রেণি, রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয়, গাজীপুর

কিআ: পরীক্ষা নিয়ে মন খারাপ কোরো না। মানুষ মাত্রই পরীক্ষা। এটাই বাস্তব। আশা করি তোমার পরীক্ষা ভালো হয়েছে।

আরও পড়ুন