মেছো ভূতের গল্প

প্রিয় কিআ,

কেমন কাটল তোমার ঈদ! আমার ঈদ কিন্তু দারুণ কেটেছে, নানুবাড়িতে ছোট মামা আর কাজিনদের সঙ্গে খুবই আনন্দ করেছি। যমুনা নদীতে গিয়েছিলাম ঘুরতে। সবাই মিলে সাঁতার কেটেছি। যদিও আমি পারি না সাঁতার, তবু একটু–আধটু ডুবে ডুবে পানি খেয়েছি। মাছ ধরেছি, আর রাতের বেলায় নানুর কাছ থেকে মেছো ভূতের গল্প শুনেছি।

আচ্ছা কিআ, তুমি কি মেছো ভূতের গল্প শুনেছ! যদি না শুনে থাকো, তাহলে আমায় জলদি জানাও, আমি তোমায় মেছো ভূতের গল্প শোনাব।

মাইমুনা সাকাফী

ষষ্ঠ শ্রেণি, তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা

কিআ: আমি মেছো ভূতের গল্প শুনেছি, কিন্তু তোমার কাছ থেকে শুনতে চাই। তোমার গল্পগুলো নানুর কাছ থেকে শোনা। নানু–দাদুরা দারুণ সব গল্প জানেন। তবে সাঁতার না জেনেও পানিতে নেমে কাজটা কিন্তু ভালো করোনি। আমি ধরে নিচ্ছি, তোমার সঙ্গে বড়রা ছিলেন। কিন্তু আর কখনো এই কাজ করবে না, ঠিক আছে? নানুবাড়িতে গিয়ে খুব ভালোভাবে সাঁতারটা শিখে ফেলবে। সাঁতার শিখে আমাকে আবার জানিয়ো—কিআ, আমি কিন্তু এখন সাঁতার পারি।

আরও পড়ুন