কমন কিআ

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

আমি তোমার নতুন ভক্ত। তোমাকে ঠিকমতো পড়ার সময় পাইনি। তবে বেশির ভাগ অংশই পড়ে ফেলেছি। তুমি হয়তো জেনে খুশি হবে যে আজ আমার সাধারণ জ্ঞান পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি, যার কারণ হলে তুমি। তোমার ‘অলিম্পিকের নানা রূপ’ লেখাটি পড়েছি এবং অধিকাংশ প্রশ্ন সেখান থেকে হয়েছিল। আমি অসুস্থ হওয়ার কারণে পড়ার বই পড়তে পারিনি। কিন্তু তোমাকে পড়েছি। যার জন্যই আমার এই সফলতা। প্রশ্ন পাওয়ার পরই দেখি, আমার সব প্রশ্ন কমন পড়েছে। তাই আমি আনন্দের সঙ্গে, দ্রুততার সঙ্গে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। আমার মতে তুমি হলে একধরনের কারেন্ট ইনফরমেশন। ভালো থেকো।

সারোয়ার আলম

অ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল, দিনাজপুর

কিআ: আরে বাহ! বিষয়টা সাধারণ জ্ঞান হলেও ঘটনাটা অসাধারণ। কী বলো! সর্বোচ্চ নম্বর পাওয়ায় তোমাকে অভিনন্দন। ভালো থেকো।

আরও পড়ুন