আইসক্রিম বানানো শিখেছি
প্রিয় কিআ,
তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছে মে মাসে। আমি আইসক্রিম খেতে খুবই পছন্দ করি। এক মাসে কমপক্ষে পাঁচটি আইসক্রিম তো খাই-ই। তোমার বিজ্ঞাপনে যখন আইসক্রিমের ছবি দেখি, তখন খুব পড়ার ইচ্ছা হলো। তখন থেকেই আমি তোমাকে চিনি। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, আমি ২০২৩ সালের জানুয়ারি মাসেও তোমাকে একবার পড়েছিলাম। পড়েই আমি তোমাকে একটি চিঠি পাঠিয়েছিলাম। ভেবেছিলাম তুমি চিঠিটা ছাপবে; কিন্তু তুমি ছাপাওনি। সে জন্য তোমাকে পড়া ছেড়ে দিয়েছিলাম। আশা করছি, এবারের চিঠিটা তুমি ছাপাবে। আর না ছাপালে তোমাকে আবার পড়া ছেড়ে দেব। যাহোক এবারে কিন্তু আমি তোমার থেকে তিনটি আইসক্রিম বানানো শিখেছি। ভেবেছিলাম টেস্ট করার জন্য তোমাকে পাঠাব; কিন্তু তার তো কোনো সুযোগ নেই। তোমার জন্য শুভকামনা রইল।
আজমাউল হোসেন
সপ্তম শ্রেণি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
কিআ: আহা রে, না জানি কত পাঠক এভাবে ভুল বুঝে কিআ পড়া বন্ধ করে দিয়েছে। এ রকম আর করবে না, ঠিক আছে? মনে রাখবে, আইনস্টাইন বলেছেন, চিঠি ছাপানো বড় কথা নয়, তুমি আমাকে যা বলতে চাও, সেটা আমার কাছে পৌঁছানোই বড় কথা।