হান্টার এক্স হান্টার নিয়ে লেখো

হান্টার এক্স হান্টারসিবিআর

প্রিয় কিআ,

আমি জানি, তোমার কাছে হাজারো চিঠি আসে, তাই খুব সম্ভবত আমার এই চিঠি ছাপা হবে না এবং এতে তোমারও কিছু করার নেই। তাই আমি যৌক্তিকভাবে চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি চিঠিটা যতটা পারি ছোট করব। তাহলে সহজেই চিঠিটা কিআতে জায়গা করে নেবে। কি, বুদ্ধিটা ভালো না? আর তোমাকে অনেক ধন্যবাদ ডক্টর স্টোনকে নিয়ে লেখার জন্য। আমি ডক্টর স্টোন-এর অনেক বড় ভক্ত। আমি মাঙ্গাটাও পুরো শেষ করেছি। এরপর তুমি হান্টার এক্স হান্টার নিয়ে লেখো।

মাহদী রহমান, নবম শ্রেণি, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী

কিআ: এটা কিন্তু সত্য যে চিঠি ছোট হলে জায়গা দিতে সুবিধা হয়। তাই বলতেই হচ্ছে, খুব ভালো বুদ্ধি বের করেছ তুমি। ডক্টর স্টোনকে নিয়ে লেখাটা কাজে দিয়েছে মনে হয়, কী বলো? হান্টার এক্স হান্টার নিয়েও সামনে লেখা থাকবে আশা করি।

আরও পড়ুন