কুইজে আমি বিজয়ী হয়েছি

অলংকরণ: সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

আমি একজন ব্যর্থ মানুষ। আজীবনই ব্যর্থ আমি। এ পর্যন্ত কোনো কাজে কোনো দিন সাফল্য আনতে পারিনি। তুমি আমার এই ১৮ বছরের জীবনে প্রথম সাফল্য। এখানে আমি প্রথমবারেই একটা মোটামুটি ধরনের সাফল্য আনতে পেরেছি। তোমার কাছে প্রথমবার পাঠানো কুইজে আমি বিজয়ী হয়েছি। উপহার হিসেবে পেয়েছি একটা বই। এ জন্য আমার কতটা যে ভালো লাগছে। তুমি আমার ক্ষুদ্র জীবনের বিশাল এক অনুপ্রেরণা। ভালো থেকো তুমি।

মাহাবুবা সাদিয়া

একাদশ শ্রেণি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা

কিআ: আরে কী বলো, আরও অনেক সাফল্য আছে তোমার জীবনে। অনেক সময় ছোট সাফল্যগুলো আমরা খেয়ালই করি না। কিন্তু সেগুলোও কোনো অংশে কম নয়। আশা করি সামনে আরও অনেক সাফল্য আসবে জীবনে। সে জন্য রইল অগ্রিম অভিনন্দন। ভালো থেকো।

প্রিয় কিআ,

আমি তোমার নতুন পাঠক। জানো, তুমি আমার একটা বেস্ট ফ্রেন্ড। তোমাকে আমি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে পড়া শুরু করেছি। তোমার সঙ্গে কীভাবে দেখা হয়েছিল, জানো? আমরা একটা বাসায় ভাড়া থাকতাম। তা-ও আবার পেছনের ইউনিটে। সামনের ইউনিটে যারা থাকত, তারা প্রথম আলো রাখত। মাঝেমধ্যে ঢাকা যেত ওরা। তখন আমরা চুপিচুপি গিয়ে পত্রিকাটা নিয়ে এসে পড়তাম। পড়া শেষ হলে আবার রেখে আসতাম। এভাবে ১০-১৫ দিন কেটে গেল। ২০২০ সালে জানুয়ারি মাসের ৪ তারিখ। তখনো ওই পরিবারটা ঢাকাতে ছিল। তারপর যখন প্রথম আলো পড়ছিলাম, তখন দেখি বিশ্বসেরার হাতে বিশ্বকাপের কিআ। তার মানে, মেসির কিআ। আমি তো দেখে পাগল হয়ে গিয়েছি। তারপর বাবার কাছ থেকে কিআ চাইলাম। তা-ও আবার জানুয়ারি মাসের ১২ তারিখ। বাবা হকারের সঙ্গে কিছুদিন যোগাযোগ করে। এভাবেই তোমার সঙ্গে আমার দেখা হয়। আচ্ছা, কার্টুন নিয়ে একটা সংখ্যা করলে কেমন হয়?

আহনাফ ওয়াসিফ

দ্বিতীয় শ্রেণি, সাউথ ইস্ট ন্যাশনাল একাডেমি, রাজশাহী

কিআ: খুবই মজার গল্প। তোমার কিআ আবার অন্য কেউ পড়ে ফেলেনি তো! খেয়াল রেখো বিষয়টা। ভালো থেকো।

আঁকা: শাহরিয়ার আলম

প্রিয় কিআ,

আগস্ট সংখ্যার সাই-ফাইগুলো বেশ ভালো হয়েছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে অ্যানিমে-কথন আবার ফিরে আসায়। চিঠিতে অনেকেই অনেক রকম অনুরোধ করে। আমার একটি অনুরোধ, কিআর প্রতিটি সংখ্যাতেই যেন অ্যানিমে নিয়ে টুকটাক লেখা থাকে। অ্যানিমে ছাড়া কিআ যেন প্রাণহীন মনে হয়। অ্যানিমে নিয়ে আমারও অল্প কিছু আগ্রহ আছে। সেই আগ্রহ থেকেই গুগল থেকে কিছু ছবি নামিয়ে স্কেচ করতাম। এখনো করি। আমার আঁকা কিছু স্কেচের কপি পাঠালাম। ছাপলে খুশি হব। আর ছবি কেমন হলো, জানাতে ভুলো না যেন।

শাহরিয়ার আলম

অষ্টম শ্রেণি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

কিআ: খুব সুন্দর হয়েছে তোমার আঁকা। কিআতে অ্যানিমে নিয়ে নিয়মিতই লেখা থাকে। তোমরা লিখে পাঠালে বিভাগটা আরও ভালোভাবে সাজানো যাবে। মতামতের জন্য অনেক ধন্যবাদ তোমাকে। ভালো থেকো।