হ্যান্ডবল নিয়ে সংখ্যা ছাপাও

প্রিয় কিআ,

আমার শুভেচ্ছা নেবে। আমি তোমার কথা গত বছর আগস্টে জেনেছি। সেই মাসে আমি প্রথম “কিশোর আলো” নিয়েছিলাম। তোমার প্রত্যেকটি গল্প খুব সুন্দর। তবে কমিকসগুলো খুব ছোটো। যাই হোক, তুমি এই ভাবে এগিয়ে যাও। 

ইমতিয়াজ হাসান

সপ্তম শ্রেণি, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী

কিআ: ধন্যবাদ ইমতিয়াজ। আশা করি খুব দ্রুতই বড় কমিকস উপহার দিতে পারব তোমাকে। ভালো থেকো।

প্রিয় কিআ,

কেমন আছ? তোমাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমার (বড়) বোন একটা গল্প পাঠাতে চাইলে কী করতে হবে? প্লিজ বলো। আমি হ্যান্ডবল খেলি। তাই আমি চাই, তুমি হ্যান্ডবল সম্পর্কে একটি সংখ্যা ছাপাও। ভালো থেকো।

রাহাইফা সাদাৎ

চতুর্থ শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: হ্যান্ডবল নিয়ে একটা সংখ্যা করা কঠিন হবে। তবে আমরা লেখা ছাপতে পারি। তুমি কেমন খেলোয়াড়? তোমাকে নিয়েও কিন্তু একটা লেখা হয়। জানিয়ো। আর তোমার বড় বোনকে বলবে, গল্পটা টাইপ করে ই–মেইলের বডিতে পেস্ট করে পাঠিয়ে দিতে। খুবই সহজ। তুমি যেভাবে চিঠি লিখে পাঠিয়েছ, ঠিক সেভাবে।