'আমরা খুব ভালো ক্লাসটিচার পেয়েছি'
প্রিয় কিআ,
অবাক করা বিষয় কী জানো? আমি দুই বছর ধরে তোমার সঙ্গে আছি, কিন্তু কখনোই লিখতে বসিনি। আমি হোস্টেলে থাকি বলে কখনো সে সুযোগ হয়নি। আর বাসায় থাকার সময়ে পড়ার চাপে সুযোগ পাইনি। তবে এবার জানো, আমরা খুব ভালো ক্লাসটিচার পেয়েছি। তিনি আমাদের নিয়মিত কিআ এনে দিচ্ছেন। সোহাগ বিশ্বাস স্যারের মাধ্যমেই আমরা কিআর আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাচ্ছি। সোহাগ স্যারকে অনেক ধন্যবাদ। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। কিআ, আমাদের বিদ্যালয় পরিদর্শন করতে এসো।
সায়মা সুলতানা
দশম শ্রেণি, ভারতেশ্বরী হোমস মির্জাপুর, টাঙ্গাইল
কিআ: ধন্যবাদ তোমার চিঠির জন্য। নিয়মিত তোমাদের হাতে কিআ তুলে দেওয়ার জন্য সোহাগ স্যারকেও অসংখ্য ধন্যবাদ। তোমাদের স্কুলের অনেক সুনাম সারা দেশে। তোমরা আমন্ত্রণ জানালে আমরা খুব আগ্রহ নিয়ে তোমাদের স্কুলে আসব। ভালো থেকো।