কাকের সবজিপ্রেম

অলংকরণ: সব্যসাচী চাকমা

১১ তলা বিল্ডিংয়ের ছাদে প্রতিদিন দুপুরে আসে একটি বুদ্ধিমান কাক। সে ছাদে বসে রোদ পোহায় আর গন্ধ শোঁকে যে কোন বাসায় কী রান্না হচ্ছে। নানা গন্ধ নাকে আসে। কোনো বাসায় রান্না হচ্ছে মাছ, কোথাও মাংস, কোথাও শুঁটকি। কিন্তু বুদ্ধিমান কাকের এসব খাবারের কোনোটাই পছন্দ নয়। কারণ, কাক গিয়েছিল কাকদের ডাক্তারের কাছে। উনি বলেছেন, সে বেশি মোটা হয়ে গেছে। তাই তাকে প্রতিদিন রোদে কাজ করতে ও সবজি-ফল বেশি করে খেতে। তাহলে তার ওজন কমবে। ও আগের মতো ভালো করে উড়তে পারবে।

কিন্তু কী বিপদ! ৪০ পরিবারের এই বিল্ডিংয়ে সবজি রান্না হয় খুব কম। সাত দিনে মাত্র দুই–তিন দিন। তা–ও ঠিক নেই কোনো কোনো দিন। তবে যে বাসায় যে দিন সবজি রান্না হয়, তা-ই তার প্রিয় হয়ে ওঠে। কাকটার সেদিন মন খুব ভালো থাকে। সে ওই বাসার বারান্দার রেলিংয়ে বসে থাকে রান্না শেষের অপেক্ষায়। কখনো বাসার ছোটরা তাকে নিজ থেকেই রান্না করা সবজি দেয়, কখনো সে ডাকাডাকি করে বলে, সে সবজি খেতে চায়। বাচ্চারা সবাই জানে, তার সবজিপ্রেমের কথা। কাকও বাচ্চাদের বলেছে যে প্রতিদিন মাংস রান্না, বার্গার, চিকেন ফ্রাই, চিপস, চকলেট, পিজ্জা খাওয়া কত খারাপ। কাকটা নিজেও বুদ্ধিমান, সে চায় সব বাচ্চা স্মার্ট ও বুদ্ধিমান হোক।

শারদীন সাফওয়ানা

দ্বিতীয় শ্রেণি, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা