ছড়ার চিঠি

প্রিয় কিআ,

লিখিলাম আমি চিঠি,
ছাপালে না যে তুমি!
নেই তাতে সমস্যা যে
এবারের চিঠিটা ছাপাবে।
প্রচ্ছদটা কেমন হয়েছে? প্লিজ একটু জানাবে?

রাফিয়া মুমতাহিনাহ
দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: প্রচ্ছদ এঁকে তো দিয়েছো কাঁপিয়ে। উপায় কি আছে না ছাপিয়ে? আরও এঁকো। ভালো থেকো।

প্রিয় কিআ,

এবারের কিআ অসাধারণ ছিল। ‘রাজা তুতেনের খোঁজে’ লেখাটি খুব ভালো লেগেছে। বিজ্ঞানের টুকিটাকিও দারুণ ছিল। তোমাকে একটা কথা জানাতে চাই। আমি এখন দাবা খেলা শিখে গেছি অনেকটা। মামাকে হারিয়ে দিয়েছি (একবার)। এমনিতে মামা ভালো দাবা খেলে (তিন-চারবার হেরেছি)। তোমার মাধ্যমেই আমি দাবা শিখেছি। প্রধান কৃতিত্ব তোমারই। কারণ, তুমি গ্যারি কাসপারভের ‌‌‌‘চেকমেট মাই ফার্স্ট চেসবুক’ বইটা ছেপেছিলে। নতুন বছরের শুভেচ্ছা রইল। ভালো থেকো।

এস এম মুহিবুর রহমান
৭ম শ্রেণি, কসমোপলিটান ল্যাব স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: যাক, দাবা নিয়ে ধারাবাহিক লেখাটা তাহলে কাজে লেগেছে। আমরা তো বেশ চিন্তায় ছিলাম। আশা করি শুধু মনন রেজার মতো করে তুমিও একদিন বড়  দাবাড়ুদের হারিয়ে দেবে। আর আমরাও ‘ওই যে তরুণ দাবাড়ু মুহিবুর রহমান, ওকে তো আমরাই দাবা খেলা শেখালাম।’—এই টাইপ কথা বলে ভাব নেব।

প্রিয় কিআ,

তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। তুমি যে নতুন বছরের কার্ড বানানো শিখিয়েছ, তা দেখে আমি নিজে কার্ড বানিয়েছি। কার্ডটি আমার মা-বাবার খুব পছন্দ হয়েছে। তুমি কি জানো, আমি একটুতেই কষ্ট পাই। আমার বিড়াল মিঠুকে আমি খুব ছোটবেলায় এনেছিলাম। সারা দিন ওর সঙ্গে খেলতাম। একদিন রাতে একটা বড় বিড়াল এসে ওকে মেরে দিল। এটাতেই আমি শোকাহত। এবার আমি ক্লাস নাইনে উঠেছি। পরে তোমার সঙ্গে আরও কথা বলব। আজ আর নয়।

মো. আরাফাত হোসেন
৯ম শ্রেণি, এমডিসি মডেল ইনস্টিটিউট, ঢাকা

কিআ: এটা তো কষ্ট পাওয়ার মতোই ঘটনা। পোষা বিড়ালকে সব সময় চোখে চোখে রাখা দরকার। যাহোক, তুমি তো তোমার বানানো কার্ডটা আমাদের দেখাতেই ভুলে গেছ। ব্যাপার না। আমরা তো কত কিছু ভুলে যাই। ভালো থেকো।

প্রিয় কিআ,

এত দিন শুনে আসছি, তুমি ভুলে যাও। তোমার মেমোরি একটু কম তীক্ষ্ণ। তাই বলে এক বছর! ‘বুদ্ধির ঝিলিক’-এর উত্তর পাঠানোর শেষ তারিখ লিখেছ ’২০ জানুয়ারি ২০২২’! এ-ও কি সম্ভব? যাহ বাবা, এবার বোধ হয় উত্তর পাঠাতে পারলাম না। তোমার জন্য আবার বলছি, হ্যাপি নিউ ইয়ার ২০২৩!

মায়িদা যারিয়াত
৭ম শ্রেণি, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম

কিআ: ২০২২ সালটা এত দারুণ ছিল যে আমরা বোধ হয় তাকে ভুলতেই পারছিলাম না। এ জন্যই আরকি...। একদিক দিয়ে কিন্তু ভালোই হলো, টাইম মেশিনের একটা ফ্লেভার পেয়ে গেলে তুমি।