কোরিয়ান ব্যান্ড নিয়ে লেখা ছাপো

অলংকরণ: সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

আমি স্কুলব্যাগ বলছি। যখন আমার বন্ধুরা বলে, ‘জানিস, আমার চিঠি কিআতে ছাপিয়েছে।’ শুধু আমিই চুপ করে এক কোণে বসে থাকি। সাইকেল, নোট বুক, কাঁটাকম্পাসরা অনেক গল্প করে। হয়তো, মাহিয়া আমার কষ্ট বুঝতে পেরেছে। তাই তো আমাকে নিয়ে চিঠি লিখতে বসে গিয়েছে। আর চিঠিটা ছাপানো তোমার কর্তব্য। কারণ, যখন মাহিয়ার মা ঘূর্ণিঝড় হয়ে তেড়ে আসে, তখন আমিই আশ্রয়কেন্দ্র হয়ে তোমাকে ঘূর্ণিঝড় থেকে বাঁচাই। তাই তোমার প্রাণরক্ষকের জন্য এইটুকু তো করাই উচিত। আর, শুভ জন্মদিন।

স্কুলব্যাগের পক্ষে

মাহিয়া মুনতাহা

পঞ্চম শ্রেণি, বায়েজিদ মডেল স্কুল, চট্টগ্রাম

কিআ: আরে, তুমি তো আমার পরম বন্ধু। শুধু কি ঘূর্ণিঝড়? রোদ, বৃষ্টি থেকেও আমাকে সুরক্ষা দাও তুমি। কথায় আছে, ত্যাগেই প্রকৃত সুখ। তোমার জন্য আমি বাণীটা বদলে দিলাম। আসলে ব্যাগেই প্রকৃত সুখ। ভালো থেকো।

প্রিয় কিআ,

তোমার মতো ভালো বন্ধু আমার খুব কমই আছে। তুমি যেহেতু সবকিছু নিয়ে ছাপাও, তাই একটা অনুরোধ করব। একটা সংখ্যা করো বিভিন্ন ব্যান্ড নিয়ে। বিভিন্ন কোরিয়ান ব্যান্ড নিয়ে লেখা ছাপো। যেমন বিটিএস, টিএক্সটি, ইক্সো, সেভেনটিন, এনসিটি ড্রিম, এনসিটি ১২৭, ইটজি, মামামো—এসব ব্যান্ড নিয়ে ছাপতে পারো। এ ছাড়া ব্ল্যাকপিংক নিয়েও লেখা ছেপো। এবারের সংখ্যাটা দারুণ ছিল। বিশেষ করে ‘অ্যানিমে-কথন’-এর লেখক প্রান্ত ঘোষ দস্তিদারকে অনেক ধন্যবাদ। তাঁকে আমি অনুরোধ করব নারুতো, ডেমন স্লেয়ার, স্পাই এক্স ফ্যামিলি, বস বেবি এগুলো নিয়ে লিখতে। আর তোমার দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগির জন্যও অনেক ধন্যবাদ।

যাহরা হোসেন শেখ

ষষ্ঠ শ্রেণি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: ধন্যবাদ যাহরা। একটা ব্যান্ড সংখ্যা আমরা করব, অনেক দিন থেকেই ভাবছি। তবে শুধু কোরিয়ান ব্যান্ড নিয়ে সংখ্যা করা আপাতত কঠিন। ভবিষ্যতে মাথায় থাকবে। তবে কোরিয়ান ব্যান্ড নিয়ে লেখা থাকবে, এটুকু বলতে পারি। তুমিও কিন্তু লিখতে পারো। ভালো থেকো।

প্রিয় কিআ,

কিআ পড়তে আমার খুব ভালো লাগে। আমি কিআতে একটা দাগও লাগতে দিই না। আমি কি কুইজের ফরমটা শেষের পৃষ্ঠায় দিতে পারো না? আমার বন্ধু বলে, আমার চিঠি নাকি কখনো ছাপানো হবে না। আমি মোটামুটি ছবি আঁকতে পারি। সেগুলো কি পাঠাতে পারি?

আবরার মুবতাসিম

সপ্তম শ্রেণি, সিরাজগঞ্জ কালেকটরেট স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ

কিআ: তোমরা অনেকেই কুইজের ফরম নিয়ে এই কথাটা বলেছ। কিআ না কেটে কীভাবে কুইজ পাঠানোর ব্যবস্থা করা যায়, এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। দেখা যাক, কী হয়। তুমি তোমার আঁকা ছবি পাঠিয়ে দাও। ভালো হলে আমরা অবশ্যই ছাপব। ভালো থেকো।