অভ্রভেদী উপন্যাস আমার ভালো লাগছে

অলংকরণ: আরাফাত করিম

প্রিয় কিআ,

বলতেই হবে, গত সংখ্যাটা ছিল একেবারে অসাধারণ। অন্তত আমার জন্য। সময় কত দ্রুত চলে যায়! আগে আমি অপেক্ষায় ছিলাম, কবে কিশোর আলোতে আবার নতুন ধারাবাহিক উপন্যাস আসবে। যা–ই হোক, অভ্রভেদী উপন্যাসটা আমার ভালোই লাগছে। আরেকটু বেশি করে ছাপানোর চেষ্টা করো উপন্যাসটা। ভাবতে অবাক লাগে, আমরা সবাই তোমার কাছে কত আবদার করি, আর তুমি তা নিয়মিত পূরণ করো। আচ্ছা, তোমার কি আমাদের কাছে কোনো আবদার আছে? ওহ্, একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল! তোমার প্রচ্ছদগুলো একটু রঙিন করার চেষ্টা করো (ফেব্রুয়ারি ও মার্চ ২০২৫–এর মতো)। তোমার পুরোনো পাঠক হিসেবে তোমার কাছে একটা আবদার করব। তোমার লেখক আদনান মুকিতকে বলবে, আমাদের জন্য একটা নতুন উপন্যাস কিআতে আনতে। ভালো থেকো।

মো. নানজিব ফাহিম

অষ্টম শ্রেণি, বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

কিআ: তোমাদের কাছেও আমার অনেক আবদার আছে। একটার কথা বলি, ‘আমার এই চিঠিটা না ছাপালে আর কিআ পড়ব না’—এই আবদারটা না করলে হয় না?