আমি ভূতের গল্প পড়তে ভালোবাসি

০৯টি ভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো হয়েছে কিশোর আলোর ভূতসংখ্যা (জুলাই ২০২৪)অলংকরণ: সাঈফ মাহ্‌মুদ

প্রিয় কিআ,

এই প্রথম তোমার ভূতসংখ্যা পড়লাম। তোমার এই ভয়ংকর ভুতুড়ে রূপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ছোটবেলা থেকেই আমি ভূতের গল্প পড়তে ভালোবাসি। তাই তোমার ভূতসংখ্যায় ৯টি গল্প দেখে আমি আনন্দে লাফালাফি করছিলাম। কিন্তু জানো, আমার পরীক্ষার জন্য মা আমাকে ভূতসংখ্যা অনেক দেরি করে কিনে দিয়েছে। তাই চিঠি লিখতে বেশ দেরি হয়ে গেল। তোমাকে এ রকম ভুতুড়ে রূপে দেখে ভয় করছে, তাই চিঠি শেষ করলাম। বিদায়!

ওয়াজীহা হোসেন

সপ্তম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: ভূতের গল্প পড়ে ভয় পেয়ে যদি পরীক্ষাকেও ভয় পাও? এটা ভেবেই মা বোধ হয় তোমাকে দেরিতে কিআ দিয়েছে। কিন্তু তুমি যে ভেতরে-ভেতরে কত সাহসী, সেটা তো আমি জানি। ব্যাপারটা গোপনই থাক, কী বলো?

আরও পড়ুন