সুডোকু মেলাতে পাঁচ মিনিট

সুডোকুপেক্সেলস

প্রিয় কিআ,

আমার ভাই সুডোকু মেলাতে পারে। কিআর সুডোকু মেলাতে পাঁচ মিনিটও লাগে না ওর। তাই আমি সুডোকু মেলানোর আগে ওকে জিজ্ঞেস করি, ওর কত মিনিট লাগবে এবং বুঝে নিই কীভাবে মেলাতে হয়। প্রথমেই আমি প্রথম আলোর সুডোকু মেলানোর চেষ্টা করি। এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট...এভাবে এক ঘণ্টা চলে যায়। মেলানো আর শেষ হয় না। সুডোকুটা মেলানোর জন্য আমার ভাইকেও একটা কাগজে লিখে দিই। অনেকক্ষণ চেষ্টা করার পরও মেলাতে পারল না ও। তখন আমি ওকে বারণ করি মেলাতে। অর্ধেক করে বেশি রাত হয়ে গিয়েছিল বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মেলাতে চেষ্টা করলাম আবার। তারপর ১০ মিনিটের মধ্যে সুডোকুটা মিলিয়ে ফেললাম। গর্বে আমার বুক ফুলে উঠল। আমি আমার ভাইকে দেখিয়ে দেখিয়ে নাচতে থাকলাম আর বললাম, ‘দেখো দেখো, তুমি মেলাতে পারোনি। আমি মিলিয়েছি। দেখো দেখো!’ ও প্রথমে আমাকে বাহবা দিল। পরে সুডোকুটা ভালো করে দেখে আমাকে বলল, ‘এই ৩x৩ বাক্সে দুইটা ১ কেন?’ আমি মুহূর্তের মধ্যে পাথরের মূর্তির মতো হয়ে গেলাম। তারপর সুডোকুটা দেখলাম একবার। ‘সত্যিই তো।’ এরপর আমার ভাই আমাকে নিয়ে কী মজা করল, তা আর না-ই বললাম।

শিলাজিৎ সুশীল

দশম শ্রেণি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার

কিআ: তোমার অবস্থা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কারণ, আমিও সুডোকু মেলাতে হিমশিম খাই। তুমি তো তবু কাছাকাছি গিয়েছ, আমি সেটাও পারি না। আমার ধারণা, কয়েক দিনের মধ্যেই তুমি সুডোকুতে দক্ষ হয়ে উঠবে। তখন আমি তোমার কাছ থেকে শিখে ফেলব। কী বলো?

আরও পড়ুন