চেরি, মোমো আর মুনি

অলংকরণ : সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

প্রচণ্ড শীত, পায়ের ওপর কম্বল, হাতে কিআ, আর কী চাই? আর চাই শুধু একটা জিনিস, সেটা হচ্ছে তুমি আমার এই চিঠিটা ছাপবে। প্লিজ এটা ছেপো। জানো কিআ, আমাদের বাসার নিচে তিনটা বিড়ালের বাচ্চা। দেখতে কী যে সুন্দর! একটার গায়ের রং সাদা-কালো, আরেকটার রং বাদামি, আরেকটার রং সাদা-বাদামি। যথাক্রমে ওদের নাম চেরি, মোমো আর মুনি। আর আমি যখন এই চিঠিটার একেবারে শেষের লাইনটা লিখছিলাম, ঠিক তখনই হাত থেকে ফোনটা পড়ে গেল। আর পুরো চিঠিটা ডিলেট হয়ে গেল। তখন আবার পুরো চিঠিটা লিখে তোমাকে পাঠালাম। থাক, আর বড় করলাম না চিঠিটা। ভালো থেকো।

তাজমীন উমাইযা ইমতিয়াজ
পঞ্চম শ্রেণি, ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

কিআ: ভাগ্যিস ফোনটা চেরি, মোমো বা মুনির গায়ে পড়েনি। পড়লে তো ওরা লাফিয়ে পালাত। আর পালাতে গিয়ে কি না কি যে ফেলে দিত, বলা মুশকিল! পড়ে বকা খেতে তুমি। এরপর থেকে সাবধানে লিখবে, ঠিক আছে? চেরি, মোমো আর মুনিকে নিয়ে ভালো থেকো।

প্রিয় কিআ,

জানুয়ারি মাসের কিআর সবচেয়ে ভালো লেগেছে আনিসুল হকের ‘নতুন বছরের ৫০টি শপথ’। যার মধ্যে আমি ইতিমধ্যেই কিছু শপথ নিয়ে ফেলেছি। এটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আনিসুল হক স্যারকে। এ ছাড়া ভালো লেগেছে ‘খুনে এলিয়েন’ গল্পটি। সব মিলিয়ে জানুয়ারির কিআ খুব ভালো ছিল। আর কিআ, তুমি হয়তো জানো না, আমার ফুটবল আর ইতিহাস সম্পর্কে জানতে খুব ভালো লাগে। এ সম্পর্কে বেশি লিখলে খুশি হতাম।

বাইজিদ আহমেদ
নবম শ্রেণি, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

কিআ: ফুটবল আর ইতিহাস নিয়ে তো আমরা প্রায়ই লিখি। ভবিষ্যতেও লিখব। চিন্তা কোরো না। তুমি নিজেও কিন্তু লেখা পাঠাতে পারো।

প্রিয় কিআ,

তোমার কী সমস্যা বলো তো? এই নিয়ে তৃতীয়বারের মতো তোমাকে লেখা পাঠাচ্ছি। আমি তোমার আড়াই বছরের পুরোনো পাঠক। গত অক্টোবর ও নভেম্বর মাসে তোমাকে আমি একটা গল্প ও কবিতা পাঠিয়েছিলাম। তুমি সেগুলোর একটাও ছাপাওনি। প্রথম আলোর গোল্লাছুট বিভাগে কবিতা পাঠিয়েছিলাম। সেটা ছাপানো হয়নি। তাতে দুঃখ নেই। কারণ, গত জুলাই মাসে প্রথম আলোর গোল্লাছুট বিভাগে যত্তসব কমিকের দ্বিতীয় পর্বে আমার কমিক ছাপানো হয়। এ কারণে আমি আমার শিক্ষকদের এবং বন্ধুদের কাছে জনপ্রিয় হই। এই কমিক নিয়ে আমাদের ভাইস প্রিন্সিপাল খুবই গর্বিত হয়েছিলেন। তবে আমার মনে হয়, এবার আমি সফল হব (চিঠি ছাপানোর ব্যাপারে)। আর সব পাঠক-পাঠিকার মতো আমিও বলছি, দয়া করে তুমি মোটা হও। একটু পড়তেই যেন শেষ না হয়ে যাও। না হয় ১৫ দিন পরপর আমাদের সঙ্গে দেখা করো। আর আমার একটা অনুরোধ, চেষ্টা করবে ‘নিজেকে জানো’ বিভাগটি শুরু করতে আর ‘আমরা সবাই রাজা’ বিভাগে বেশি করে লেখা ছাপাতে। আমার একটা প্রশ্ন, আমি কি তোমাকে ২০ তারিখের পরে লেখা পাঠাতে পারব? এখন টাটা, বাই বাই। ভালো থেকো।

সুহানা আমিনা
পঞ্চম শ্রেণি, স্কুল অব লরিয়েট্স ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া

কিআ: দেখলে তো, সফল হয়েই গেলে তুমি। শুধু ২০ তারিখ কেন, মাসের যেকোনো তারিখেই তুমি লেখা পাঠাতে পারবে। কোনো সমস্যা নেই। ভালো থেকো।

প্রিয় কিআ,

তোমাকে একটা জরুরি কথা বলব। আমার আব্বু আমাকে আর আমার ভাইকে একটা ইংলিশ ভোকাবুলারির বই দিয়েছে। আর বলেছে, আমাদের দুজনের যদি এই বইটা মুখস্থ হয়ে যায়, তাহলে আমাদের ঢাকায় এক সপ্তাহের জন্য বেড়াতে নিয়ে যাবে। আর বলেছে, আমাদের কিআর অফিসে নিয়ে যাবে। যেখানে যেতে চাইব, ওখানে নিয়ে যাবে। তাহলে কিআ তুমি প্রস্তুত থাকবে। কেননা, আমাদের পড়া শেষের দিকে। আর এক পৃষ্ঠা বাকি। আমরা যেকোনো সময় আসতে পারি কিন্তু।

জারিফাহ নূর
৬ষ্ঠ শ্রেণি, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসা, চট্টগ্রাম

কিআ: দারুণ তো। চলে এসো। এখানে এসে কি তোমরা ইংরেজিতে কথা বলবে? তাহলে আমাদেরও তো ভোকাবুলারি প্র্যাকটিস করা উচিত, কি বলো? দেখা হবে তাহলে। ভালো থেকো।

প্রিয় কিআ,

উফ! দেখতে দেখতে আমার প্রিয় মাস ফেব্রুয়ারি চলে এল। ফেব্রুয়ারি মাসে বইমেলা। আর আমি বিরাট বইপাগল। বই পেলে আমার আর কিছু চাই না। সেই জন্যই তো প্রতিমাসের শুরুতে কিআর অপেক্ষায় থাকি। আর প্রতিবছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার আব্বু ছুটি পায়। এই ছুটিতে আমরা ছুটে বেড়াই দেশের নানা প্রান্তে। টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ থেকে তেঁতুলিয়া জিরো পয়েন্ট পর্যন্ত দেশের নামীদামি অনেক জায়গাই আমার দেখা শেষ। কক্সবাজার, সেন্ট মার্টিন, কুয়াকাটা, সুন্দরবন, জাফলং, শ্রীমঙ্গল, পাহাড়পুর, মহাস্থানগড়, বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রসহ দেশের ১৭টি জেলা রয়েছে আমার ভ্রমণকাহিনিতে। আমি অবশ্যই আমার ভ্রমণকাহিনি তোমাকে পাঠাব। আমার মতোই ভ্রমণপিয়াসুদের জন্য দেশের সুন্দর ও দুর্গম জায়গা সম্পর্কে একটা সংখ্যা ছাপবে। সংখ্যা না হলেও অন্তত একটা ফিচার। আচ্ছা তোমার কি ঘুরতে ভালো লাগে না?

ভালো থেকো।

মুনতাসিন শশী
৬ষ্ঠ শ্রেণি, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাবনা

কিআ: ওরে বাপরে! তুমি তো দেখছি ছোটদের ইবনে বতুতা! ম্যালা জায়গা ঘুরে ফেলেছ। ক্লাস সিক্সেই ১৭টি জেলা ঘুরে ফেলেছ। অসাধারণ। দ্রুত তোমার ভ্রমণকাহিনি পাঠাতে শুরু করো