মনের কথা মনেই থেকে যাচ্ছে

চিঠিপ্রতীকী ছবি

প্রিয় কিআ,

জানো, তোমাকে একটা কথা অনেক দিন ধরেই বলব ভাবছি, কিন্তু সামনে পরীক্ষার কথা ভেবে মনের কথা মনেই থেকে যাচ্ছে। আজ অবশ্যই বলব। সত্যি বলতে, কিআ পড়ার পর আমার আর অন্য কোনো পত্রিকা পড়তে ভালো লাগেনি। আরও একটি কথা, আমি অনেক ছোট–বড় গল্প, কবিতা লিখেছি। ভেবেছি তোমায় পাঠাব, কিন্তু তুমি ছাপবে কি না, সেটা ভাবলে আর পাঠাতে ইচ্ছা করে না। আমি একটি কিশোর থ্রিলার বইও লেখা শুরু করেছি। আজ আর কথা বাড়াব না। আরও অনেক কথা আছে, সেগুলো পরের চিঠিতে বলব। সে পর্যন্ত ভালো থেকো প্রিয় বন্ধু।

জারিন তাসনিম

নবম শ্রেণি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: কী যে বলো, বই লেখা শুরু করে ফেলেছ আর আমাকে গল্প পাঠাতে পারছ না? ছোট আকারের একটা গল্প পাঠিয়ে দাও। পড়ে দেখি। আর পরীক্ষা নিয়ে এত ভেবো না। প্রস্তুতি ভালো থাকলে পরীক্ষাও ভালো হবে। ভালো থেকো।

আরও পড়ুন