পাঠকের দুই প্রশ্ন

প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

প্রিয় কিআ,

আমার মনটা খুবই খারাপ। আমার প্রিয় বান্ধবী জাইফা এই স্কুল থেকে চলে গেছে। যদি তুমি চিঠিটা ছাপাও তাহলে আমি ওকে ছবি তুলে দেখাব। নিশ্চয়ই ও খুব খুশি হবে। আরও কিছু প্রশ্ন ও আবদার ছিল তোমার কাছে।

১. মিম কি শুধু ই-মেইলে পাঠানো যায়?

২. দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি বইটি কোথা থেকে কিনব?

সাফিয়া সানজিদা

ষষ্ঠ শ্রেণি, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

কিআ: খুবই দুঃখজনক। জাইফা কোন স্কুলে গেল? যেখানেই যাক, তোমার সঙ্গে তো যোগাযোগ থাকবেই। চিন্তা নেই। তোমার প্রশ্নের উত্তর:

১. মিম শুধু ই–মেইলে পাঠাতে হবে।

২. দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি পাবে প্রথমা ডটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপে।

আর আবদার তো পূরণ হয়েই গেছে। কী বলো? শুভকামনা তোমার জন্য।

আরও পড়ুন