আরো মোটা হও

কিআ জন্মদিনে সব সময়ই শুভেচ্ছা বার্তা পাঠাও তোমরা। দারুণ সব চিঠি পড়ে আমরা অনুপ্রাণিত হই। সাহস পাই নতুন কিছু করার। সাধারণত অক্টোবর মাসে চিঠিপত্তর বিভাগে তোমাদের শুভেচ্ছাগুলো প্রকাশ করি আমরা। কিন্তু এবার তোমরা সবাই অনেক শুভেচ্ছা পাঠিয়েছ আমাদের। সংখ্যাটা অনেক বেশি। ধারাভিকভাবে চিঠিগুলো ছাপছি। আজ ছাপা হলো তৃতীয় কিস্তি। পরে আরও কিছু চিঠি ছাপব। বিশ্বাস করো, সুযোগ থাকলে আমরা সব কটি চিঠিই ছাপতাম। দুটো কথা মনে রাখবে—এক. আমরা তোমাদের সব চিঠি পড়ি। আর দুই. আমরা তোমাদের অনেক অনেক ভালোবাসি। ১০ বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সব সময়।

আরো মোটা হও

অলংকরণ: সব্যসাচী চাকমা

শুভ জন্মদিন। তোমার দশম জন্মদিনের শুভেচ্ছা। অনেক দিন ধরে তোমাকে চিঠি লিখব ভাবছি, কিন্তু কখনো লেখা হয়নি। ১ অক্টোবর তোমার জন্মদিন, তাই আর না লিখে পারলাম না। তুমি এখন অনেক বড় হয়েছ, মানে ১০ বছর কিন্তু অনেক। শুধু বয়সে বড় হলে হবে না। তোমাকে আরও মোটা হতে হবে। যাতে আরও অনেক মজার বিষয় ছাপাতে পারো। আজ আর নয়। ভালো থেকো। তোমার ১১তম বছর শুভ হোক।

তনুশ্রী ত্রিপুরা

আতাড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি

আমাদের কত মিল

শুভ জন্মদিন। আশা করি ভালো আছ। জানো, তোমার আর আমার কত মিল? আমারও জন্মদিন এই মাসে। ঠিক আগের বছর এই মাসে তুমি আমার চিঠি ছেপেছিলে, এখন এক বছর হবে। আমি ভেবেছি প্রতিবছরই এই মাসে তোমায় চিঠি লিখব, একেবারে বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত। আইডিয়াটা কেমন?

জাইমা জাহান

নবম শ্রেণি, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, চট্টগ্রাম

দাওয়াত

১ অক্টোবর তোমার জন্মদিন। জন্মদিনে তোমাকে অনেক শুভেচ্ছা। এবারের অক্টোবর নাকি একটু বেশি স্পেশাল? তোমার তো ১০ বছর পূর্ণ হচ্ছে। তোমার জন্মদিনের অনুষ্ঠানে নিশ্চয়ই খুব মজা হবে, কেক কাটা হবে, অনেক বন্ধু আসবে, তুমি গিফট পাবে, আরও অনেক কিছু হবে। আমাকে দাওয়াত দিয়ো কিন্তু। ভালো থেকো।

সামরিন নাজিয়া ইসলাম

দ্বিতীয় শ্রেণি, পুলিশ কে.জি. স্কুল, নোয়াখালী