প্রিয় কিআ,
তোমাদের বিজ্ঞানের টুকিটাকি বিভাগের কী হয়েছে? ও কি অসুস্থ? বিভাগটি আমার খুব প্রিয়। প্লিজ বিভাগটি আবার চালু করো। ‘অক্টোপাস’ গল্পটি দুর্দান্ত হয়েছে। আরও একটু মোটা হও। ভালো থেকো।
সাফিন শাহরিয়ার
পঞ্চম শ্রেণি, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া
কিআ: কিছু হয়নি। এই ধরো, একটু টুকিটাকি কাজে ব্যস্ত ছিল। বিভাগটা একটু অভিমানও করেছিল। চিঠিতে সবাই গল্প, উপন্যাস, কমিকস, নিজেকে জানো—এদের কথা লেখে। ‘বিজ্ঞানের টুকিটাকি’র কথা লেখে না। কিন্তু তুমি যেহেতু লিখেছ, এবার তো তাকে ফিরিয়ে আনতেই হয়। বিভাগটির পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। ভালো থেকো।