ইউনিকোড ফরম্যাট কী?

অলংকরণ: সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

টিকা নিয়েছ তো? আচ্ছা, তুমি বলেছিলে তোমার কাছে লেখা পাঠাতে হলে ইউনিকোড ফরম্যাটে টাইপ করে পাঠাতে হবে। কিন্তু আমি না এই ইউনিকোড ফরম্যাটটা ঠিক বুঝতে পারছি না (লজ্জার বাঁধ ভেঙে বলেই ফেললাম)। এখন কী করা যায় বলো তো। সাধারণ নিয়মে টাইপ করলে হবে না? ছাপবে না তুমি (শত শঙ্কা-আশঙ্কা নিয়ে একটা লেখা পাঠিয়ে দিচ্ছি, পড়ে দেখো)?

ভালো থেকো।

মাইশা জেরিন

এসএসসি পরিক্ষার্থী, নোয়াপুর উচ্চবিদ্যালয়, ফেনী

কিআ: টিকা নেব কীভাবে বলো? আমার কি এত বয়স হয়েছে নাকি? আমার বয়স সাত। আগে বড়রা নিক, তারপর দেখা যাবে। তুমি যে ফরম্যাটে ই–মেইল লিখেছ, সেটাই ইউনিকোড ফরম্যাট। অনলাইনে আমরা এই ফরম্যাটেই লিখি। ‘সাধারণ নিয়ম’ হলো, বিজয় কিবোর্ডে সুতন্বিএমজে ফন্টের মতো ANSI ফন্টে লেখা। কিন্তু এভাবে অনলাইনে লেখা যায় না। অনলাইনে লিখতে প্রয়োজন বিজয় ইউনিকোড কিংবা অভ্র সফটওয়্যার। এ রকম আরও কিছু ইউনিকোড সফটওয়্যার আছে। এগুলো ব্যবহার করে লিখলে সহজেই আমরা লেখাটা প্রকাশ করতে পারব। তোমার শঙ্কার কিছু নেই। তুমি ঠিক পথেই আছ।

প্রিয় কিআ,

জানো, একটা দারুণ ঘটনা ঘটেছে। গত ৭ ফেব্রুয়ারি ছিল আমার জন্মদিন। আর সেদিনই আমি এ মাসের কিআ পাই। কী যে আনন্দ লাগছিল আমার তখন! আমি অনেক উপহার পেয়েছি জন্মদিনে। তবে এটাই ছিল আমার শ্রেষ্ঠ উপহার। তুমি কি আমার একটা অনুরোধ রাখবে? আমার গোয়েন্দা, অ্যাডভেঞ্চার–টাইপ গল্প খুব পছন্দ। তুমি একটু দেখো তো দুটোর কোনো একটা ছাপা যায় কি না।

মাইমুনা

দশম শ্রেণি, মুলাটোল আলিয়া মাদ্রাসা, রংপুর

কিআ: শুভ জন্মদিন মাইমুনা! যদিও জন্মদিন পেরিয়ে গেছে, কিন্তু তাতে কী? শুভেচ্ছা যেকোনো সময় জানানো যায়। জন্মদিনের একমাস পূর্তি উপলক্ষে এবার দুটো গোয়েন্দা গল্প ছেপে দিলাম। পড়ে জানিয়ো কেমন লাগল! ভালো থেকো।

প্রিয় কিআ,

তোমার কাছে একটি অনুরোধ আছে। তুমি একটা বার্ষিক বনভোজনের আয়োজন করো, যেখানে আমরা সব কিআ পাঠক আনন্দ-উল্লাস করব। আর একটা কথা ছিল। কীভাবে আমি কিআর স্বেচ্ছাসেবক হব?

মো. তাওসিফ সাফরাত

অষ্টম শ্রেণি, বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম

কিআ: দারুণ আইডিয়া। আমরা কিন্তু কিআর স্বেচ্ছাসেবকদের নিয়ে বনভোজন করি প্রতিবছরই। কিন্তু এখন তো করোনাকাল। ফলে বনভোজন আয়োজনের কোনো সুযোগ নেই। পরিস্থিতি ঠিক হলে হয়তো আগামী বছর আমরা বনভোজন করতে পারব। আর স্বেচ্ছাসেবক হওয়ার নিয়ম দেখো এখানে

প্রিয় কিআ,

বাব্বাহ্, ১০ মাস হয়ে গেছে! সরকার বলেছে, সামনে নাকি স্কুল খুলে যাবে। হিপ হিপ হুররে! যদিও ২০২০-এ অনেক খারাপ জিনিস হয়েছিল, অনেক ভালো জিনিসও হয়েছিল। ধন্যবাদ কিআ, ওই বন্দী সময়গুলোতে আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য। ভালো থেকো কিন্তু। আর আমাকেও ভালো রেখো।

সেহরিস খান

তৃতীয় শ্রেণি, উইলিয়াম ক্যারি একাডেমি, চট্টগ্রাম

কিআ: হ্যাঁ, স্কুল খুলছে অবশেষে। এত দিন পর স্কুলে যাওয়ার অভিজ্ঞতা কেমন? কেমন লাগল বন্ধুদের সঙ্গে আবার দেখা করে—এসব লিখে পাঠিয়ো আমাদের কাছে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, আনন্দে আবার মাস্ক খুলে ফেলো না। করোনা এখনো চলে যায়নি। ভালো থেকো।

আরও পড়ুন