কিআর সঙ্গে বাসে পরিচয়

অলংকরণ: রেহনুমা প্রসূন

প্রিয় কিআ,

তোমার কাছে লেখা আমার প্রথম চিঠি। আগস্ট ২০২১ থেকে তোমার সঙ্গে পরিচয় হয়। আমি বাসে করে নানুর বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল এক ছেলের ওপর। সে বাসে কিআ পড়ছে। আমি লোভ সামলাতে না পেরে ছেলেটিকে বললাম, আমাকে একটু বইটা দেবে? তারপর কিআ হাতে নিয়ে যখন পৃষ্ঠা ওল্টালাম, তখন দেখলাম, কত সুন্দর ছবি আর গল্প! তারপর আমি বাসায় গিয়ে আশপাশে তোমাকে খুঁজলাম। এক হকার আঙ্কেলের কাছ থেকে সেপ্টেম্বর ২০২১ সংখ্যাটা নিয়ে সারা দিন পড়েছিলাম। এক দিনে তোমাকে পড়ে শেষ করে ফেলেছি। তারপর আমার আবার মন খারাপ হয়। ভাবছিলাম যদি মাসে দুই–তিনটা কিআ পেতাম, তাহলে অনেক ভালো হতো। যা হোক, ভালো থেকো কিআ। তোমাকে অনেক ধন্যবাদ, সেদিন বাসে আমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য।

ইসমাঈল সাজিদ
চট্টগ্রাম

কিআ: আরে বাহ, দারুণ ঘটনা তো! ধন্যবাদ আসলে দিতে হয় বাসের সেই ছেলেটাকে। যার হাতে তুমি কিআ দেখেছিলে। এ জন্যই চোখ-কান খোলা রাখতে হয় সব সময়। আরও লেখা পাঠাবে আশা করি। ভালো থেকো।

প্রিয় কিআ,

আশা করি ভালো আছ। জীবনের প্রথম আমি কোনো ম্যাগাজিনে চিঠি লিখছি। চিঠিটি ছাপলে খুব খুশি হব। আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তখন এক বন্ধু আমাকে একটি ধাঁধা জিজ্ঞেস করেছিল। আমি উত্তর দিতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, এটা কোথা থেকে পেয়েছ? সে পরদিন কিআ এনে আমাকে দেখাল। আমি দেখলাম, তোমার মধ্যে ধাঁধা, কমিকসসহ আরও মজার মজার গল্প। সে বলল, এটি হকার আঙ্কেলের কাছে পাওয়া যাবে। আমি হকার আঙ্কেলকে অনেক খুঁজেছি। কিন্তু তাঁকে না পাওয়ায় তোমাকে আর পড়া হলো না। তাই আমি বন্ধুর কাছ থেকে দুটো সংখ্যা নিয়েছি। কিছুদিন পর ও স্কুল পরিবর্তন করায় আমি বাকিগুলো পড়তে পারিনি। তোমাকে পাওয়ার আরেকটি গল্প রয়েছে। যদি তুমি এই চিঠিটি ছাপো, তাহলে তোমাকে বাকি গল্পটা বলব। এতে তোমার আগ্রহ জাগবে এবং বাকি গল্পটি শোনার জন্য চিঠিটি ছাপবে। আরেকটা কথা, বুদ্ধিটা কেমন? জানাতে ভুলবে না কিন্তু!

আবু শাদৎ মো ইউসুফ
নবম শ্রেণি, মির্জা আহম্মেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয়,চট্টগ্রাম

কিআ: ধারাবাহিক উপন্যাস দেখেছি, দেখেছি ধারাবাহিক কমিকস। এই প্রথম দেখলাম ধারাবাহিক চিঠি। ঐতিহাসিক ব্যাপার! তোমার বুদ্ধিটা খুব ভালো। তবে, তুমি যদি কিআ খুঁজে না পাও, তাহলে ০১৭০৮৪১১৯৯৬ এই নম্বরে যোগাযোগ করো অথবা অর্ডার করো www.prothoma.com থেকে। এরপরও যদি খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে আরেকটা বুদ্ধি আছে, সেটা আগামী সংখ্যায় বলব। তোমার আগ্রহ জাগবে। বুদ্ধিটা কেমন?

প্রিয় কিআ,

তুমি হয়তো আমাকে চিনবে না। অবশ্য চেনারও কথা না। কখনো চিঠি পাঠিয়ে আত্মপ্রকাশ করিনি। তবে এবার জেনে রাখো, কিআর সেই প্রথম সংখ্যা থেকে এ পর্যন্ত যেসব পাঠক রয়েছে, তার মধ্যে আমি একজন।

আমি জানি না, আর কিছুদিন পর যখন বয়স পার হয়ে যাবে, তখন আমার লেখা ছাপবে কি না। তাই আজ সাহস করে চিঠি লিখে জানান দিচ্ছি। তোমাকে শুধু এতটুকুই বলতে চাই যে এতকাল পাশে থেকে আমার কৈশোর আরও সুন্দর করে তোলার জন্য অশেষ ধন্যবাদ। আমার সংগ্রহে থাকা কিআর সংখ্যাগুলো দিয়ে ভালোবাসা প্রকাশ করছি। কেমন হলো সেটা জানিও। ভালো থেকো কিআ।

মো. মাহফুজুর রহমান
দ্বাদশ শ্রেণি, ঢাকা ইমপিরিয়াল কলেজ, ঢাকা

কিআ: অসাধারণ! অনেক ধন্যবাদ তোমাকে। কিআর সবার পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা। আর তুমি মোটেও ভেব না যে কেউ বড় হয়ে গেলে আমরা আর তার লেখা ছাপি না। এটা ভুল ধারণা। বরং তোমরা বড় হয়ে গেলেই আর কিআকে মনে রাখো না, চিঠিপত্তর দাও না। এটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমাদের কাছে চিঠি পাঠানোর কোনো বয়সসীমা নেই। তুমি পাঠাতে পারো। ভালো থেকো।

প্রিয় কিআ,

আশা করি ভালোই আছ। আমি তোমার নতুন বন্ধু। করোনাকালে অনলাইনে তোমাকে পড়া শুরু করেছি। পরে আবার আগের মতো সব খুলে গেল। বার্ষিক পরীক্ষায় আমি পুরো স্কুলে প্রথম হলাম। তাই আম্মু অফিস থেকে আসার সময় উপহার হিসেবে কিআ নিয়ে আসে। আমি যে কত খুশি হয়েছি তখন, লিখে বোঝাতে পারব না! ২০২১ সালের ডিসেম্বর মাসের ৯ তারিখ তোমার সঙ্গে আমার প্রথম দেখা। জানো, চিঠি লেখার জন্য আমি আমার কলমটি খুঁজেই পাচ্ছিলাম না, সে অনেক দুষ্টু, বইয়ের ভেতর লুকিয়ে ছিল। যখন পেলাম, তখন কলম আমাকে বলে, ‘আরে চিঠি লিখে লাভ নেই। কালি নষ্ট করছ আমার। দেখো, কিআ ছাপবে না!’ আমি রাগ হয়ে বললাম, ‘চিঠি ছাপানো হোক বা না হোক, একবার হলেও কিআ আমার চিঠি পড়বে। এটাই আমার জন্য অনেক, তোমার এত সব বুঝতে হবে না।’ এভাবে কলমকে বকা দিয়ে চিঠি প্রথমে খাতায় লিখলাম। পরে ই–মেইল করলাম। ওহ! আসল কথাই তো বলিনি, আমি কবিতা লিখতে খুব পছন্দ করি। আমার মতো অনেক কিআ পাঠকই খুদে কবি। আমার একটা আবদার আছে, দয়া করে পূরণ করো! তোমার প্রতি মাসের সংখ্যায় একটা কবিতা বিভাগের আয়োজন করো, যেখানে আমার কবিতা লিখে তোমার কাছে পাঠাতে পারি।

আফসারা জামান
নবম শ্রেণি, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: কলমকে যে বকাঝকা করলে, এখন যদি ও রেগেমেগে পরীক্ষার সময় লেখা বন্ধ করে দেয়? সাবধান। কলমকে সরি-টরি বলে আদরযত্নে রাখো। আজকালকার কলম, কখন বেঁকে বসে তার ঠিক আছে? শোনো, কিআতে তোমাদের পাঠানো কবিতা বা ছড়া ছাপার জন্য ‘আমরা সবাই রাজা’ বিভাগটি আছে। তুমি এই বিভাগেই কবিতা পাঠাতে পারো। কীভাবে লেখা পাঠাবে, তার নিয়ম তো এ সংখ্যাতেই আছে। দেখে নিয়ো। ভালো থেকো।