গাছ নিয়ে ফিচার চাই

অলংকরণ: সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

তুমি প্লিজ গাছ নিয়ে একটি ফিচার ছাপো। আমি গাছ খুব পছন্দ করি। ছাদে একটি করলা গাছ, একটি লালশাক গাছ এবং একটি মরিচ গাছ আছে। আরও ছিল (১৬টির মতো মরিচ গাছ, ৬-৭ টি তেঁতুল গাছ, একটি হিমসাগর আমের গাছ, একটি লেবুগাছ এবং একটি খেজুর গাছ) এগুলোকে ভাইয়া পানি দিয়ে মেরেছে। শুধু আম গাছটি যখন মাত্র আঁটি থেকে বের হয়েছিল, তখন অত্যন্ত উত্তেজনায় আমি আঁটিটি সরিয়ে ফেললাম এবং গাছটি মারা গেল।

আজকাল মানুষ গাছ নিয়ে ভাবে না। গাছ যে আমাদের কত উপকার করছে সেটাও ভাবে না।

মুশফিকা আবরার
ষষ্ঠ শ্রেণি, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: গাছ নিয়ে ফিচার ছাপব অবশ্যই। কিন্তু কয়েক দিন পর। আপাতত তোমার জন্য একটি গাছ দিলাম। বলো তো, এটা কী গাছ?

প্রিয় কিআ,

আমি অত্রির ব্যায়াম করার ম্যাট বলছি। মাছ, তাছ, ঘড়ি সবাই দেখছি তোমাকে চিঠি লিখছে। তাই ম্যাট হয়ে আমিই বা বাদ যাব কেন? ব্যায়াম করা ছাড়াও অত্রি প্রায়ই আমার ওপর বসে তোমাকে পড়ে। সেই সূত্রে আমিও তোমায় পড়ে ফেলেছি। তোমার গল্প আর ফিচারগুলো আমার দারুণ লাগে। আমার খুব ইচ্ছা কিআতে স্বাস্থ্য সম্পর্কিত কিছু ছাপা হোক। তাই তোমার কাছে অনুরোধ, ব্যায়াম নিয়ে একটি ফিচার ছাপো। আর এটা শুধু আমার নয়, অত্রির অন্য ম্যাট বন্ধুদেরও ইচ্ছে। এটা না ছাপলে আমাদের ম্যাট জাতি কিন্তু তোমার বিরুদ্ধে ম্যাটকোর্টে মামলা করে দেব।

ম্যাটের পক্ষে
অত্রি অপরাজিতা
ষষ্ঠ শ্রেণি, হলিক্রস গার্লস হাইস্কুল, ঢাকা

কিআ: প্রিয় ম্যাট, তোমার ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যায়াম নিয়ে অবশ্যই ফিচার ছাপা উচিত। ছাপব। কিন্তু অত্রি ঠিকমতো ব্যায়াম করছে তো তোমার ওপর? অনেকে কিন্তু ব্যায়াম করা ভুলে গিয়ে ম্যাটের ওপর আরাম করে শুয়ে মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়ে। অত্রিকে কিন্তু তা করতে দিয়ো না। তুমি আর অত্রি দুজনই ভালো থেকো।

প্রিয় কিআ,

আমি তোমার নতুন বন্ধু। তোমার সঙ্গে আমার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। ভাবো, সে যদি আমাকে তোমার কথা না বলত তাহলে কি তোমাকে চিনতাম! তাই আমার বন্ধুকে অনেক ধন্যবাদ। তোমাকে মাত্র তিনবার পড়ার সুযোগ হয়েছে আমার। নভেম্বর সংখ্যাটা আমার সবচেয়ে প্রিয়। জানো কিআ, তোমার এতসব আয়োজন দেখে আমি সত্যি অভিভূত। এখন আমার একটা আবদার রাখতে হবে। আমি রহস্য + থ্রিলার লেখা পছন্দ করি। তাই এ বিষয় নিয়ে তোমাকে ছাপাতে হবে। একটা মজার ঘটনা, সেদিন আমাদের অনলাইন ক্লাস হচ্ছিল। মিসের অনুপস্থিতিতে হঠাৎ ক্লাসে ঢুকে পড়ে একটি বিড়াল। বিড়াল এসে বলল, সবাই ঠিক করে ক্লাস করো। আমি বিড়ালকে জিজ্ঞেস করলাম, তোমার কথা কি আমি কিআ চিঠিতে বলতে পারি? সে বলল, বলো কিন্তু কিআ কি আদৌ তোমার চিঠি ছাপবে? আমি বলেছি তুমি ছাপবে। এবার আমার চিঠি ছেপে তুমি প্রমাণ করে দাও।

অহনা বখতিয়ার
সপ্তম শ্রেণি, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

কিআ: আরে বলো কী! বিড়ালও আজকাল অনলাইন ক্লাস করা শিখে গেছে! এখন আমি তো বিড়ালটার কথা ছাপলাম। বিড়াল কি আদৌ লেখাটা দেখতে পাবে? পরের ক্লাসে বিড়াল এলে ওকে দেখিয়ে দিয়ো লেখাটা।

প্রিয় কিআ,

আশা করি ভালো আছো। জানুয়ারি সংখ্যা আমার খুব ভালো লেগেছে। স্কুল বন্ধের কারণে এখন বেশির ভাগ সময় বাসাতেই থাকি আমি। তাই সময় কাটানোর জন্য কয়েকটি বুকমার্ক তৈরি করেছি। তার মধ্যে একটি বুকমার্ক তোমার জন্য পাঠাচ্ছি। বুকমার্কটি কেমন হয়েছে উত্তরে বলে দিয়ো। উত্তর দিতে ভুলবে না কিন্তু!

জান্নাতুন নাইম স্নেহা
নবম শ্রেণি, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

কিআ: বাহ, দারুণ তো! অবসর সময়টা সুন্দরভাবে কাজে লাগাচ্ছ তুমি। কীভাবে বুকমার্ক বানাও তুমি? লিখে পাঠাবে? আমরাও শিখলাম। ভালো থেকো।

প্রিয় কিআ,

আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। জানুয়ারির সংখ্যাটি দারুণ হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রচ্ছদ রচনা। ‘অয়ন-জিমি’ সম্পর্কে আগে এত কিছু জানতাম না। এই প্রচ্ছদটি পড়ে জানতে পারলাম। তা ছাড়া নতুন ধারাবাহিক কমিকস ইরাবতীও ভালো লেগেছে। আর আমার একটি আবদার আছে, তা হলো তুমি শাহরিয়ার খানের নতুন একটি ধারাবাহিক কমিকস ছাপাও। তোমার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। ভালো থেকো। নতুন বছরের শুভেচ্ছা নিও।

জাহ্নবী পাল
ষষ্ঠ শ্রেণি, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, রংপুর

কিআ: ধন্যবাদ জাহ্নবী। শাহরিয়ার খানের ধারাবাহিক কমিকস এই তো কয়েক দিন আগে শেষ হলো। ভবিষ্যতে আবার ছাপা হবে।