স্বপ্নের চিঠি

অলংকরণ: রেহনুমা প্রসূন

প্রিয় কিআ,

কেমন আছ? আমি আসিফের স্বপ্ন বলছি। ও বড় হয়ে একজন ইংলিশ পপ ও হিপহপ গায়ক হতে চায় (ও বাংলা গানও পছন্দ করে)। ইতিমধ্যে সে কম্পিউটারের একটি সফটওয়্যার দিয়ে মিউজিক তৈরি করতে পারে। ও গানও লেখার চেষ্টা করে। তুমি ওকে একটু সাহায্য করো, একটা মিউজিক সংখ্যা বানাও। একটা ফিচার ছাপো যে কীভাবে তুমি গায়ক হবে। এইটুকু তো তুমি করতেই পারো। ও তোমাকে খুব খুব খুব ভালোবাসে, ২০১৬ সাল থেকে তোমাকে পড়ে আসছে।

আসিফের স্বপ্নর পক্ষ থেকে,
আসিফ আলম অন্তু
সপ্তম শ্রেণি, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল

কিআ: বাহ! স্বপ্নও আজকাল চিঠি পাঠাচ্ছে! এটা কি স্বপ্ন না বাস্তব বুঝতে পারছি না। মিউজিক সংখ্যা করার পরিকল্পনা আছে। হবে কোনো এক সময়। কিন্তু ফিচার পড়ে কি গায়ক হওয়া যায়? গায়ক হওয়ার জন্য দরকার প্রচুর অনুশীলন। তুমি আসিফকে বলো অনুশীলন করতে। তাহলেও তোমাকে বাস্তব করা সম্ভব। ভালো থেকো।

প্রিয় কিআ,

গত সংখ্যায় ‘ওয়ার্ডল’ নিয়ে লেখা ছেপেছিলে। আমি খেলাটা খেলেছি। আমার খুব ভালো লেগেছে (যদিও আমার বড় বোন প্রথমে আগ্রহ নিয়ে শুরু করেছিল)। নিয়মিত খেলছি এবং সফল‌ও হয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ।

আর শেষ হয়ে যাওয়া ধারাবাহিক উপন্যাস রোবটের দীর্ঘশ্বাস খুব ভালো ছিল। আমি তো নিয়মিত কিআ কিনি, আর আমার পড়া হলে অন্য বন্ধুদের পড়তে দিই। ওরা সবাই তোমার প্রশংসা করে। সব্বাইকে আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।

মোছা. জান্নাতুন নাফিসা
অষ্টম শ্রেণি, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

কিআ: তোমাকেও ধন্যবাদ নাফিসা। ভালো থেকো।

অলংকরণ: রেহনুমা প্রসূন

প্রিয় কিআ,

আমি তখন সিক্সে পড়ি। শহর দিয়ে নতুন স্কুলে যেতে হয়। তো একদিন দেখলাম, একটা গাড়ির পেছনে বড় করে কিআ লেখা। আমি জানতাম এটা একটা পত্রিকার নাম। তখন বিষয়টা অতটা আমলে নেইনি। কিন্তু আজ মনে হচ্ছে আমার গাড়িটার পেছনে দৌড়ানো উচিত ছিল। আমি প্রথম কিআ পড়ি ক্লাস থ্রিতে, পড়ি মানে কমিকস বেশি বেশি দেখতাম আরকি। আজ তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমাকে মনে রেখো কিন্তু। তোমার জন্য খাবার পাঠিয়েছি, খেয়ে নিয়ো কেমন? আর জানো, আমি ক্লাস নাইনে উঠে গেলাম। বড় বড় বই পড়তে হবে। ফিজিকস, কেমিস্ট্রি, সুন্দর নাম, তাই না?

কিয়াস আল ফায়েদ
নবম শ্রেণি, ডিমলা রাণী বৃন্দা রাণী সরকারি উচ্চবিদ্যালয়, নীলফামারী

কিআ: বইয়ের নাম তো সুন্দর, কিন্তু ভালোমতো না পড়লে মনে হয় আর সুন্দর লাগবে না। ভালো মতো পড়তে হবে। ভালো থেকো।